লােকসভায় ঘােষণা। ২৫ লক্ষ শরণার্থীকে অন্যান্য রাজ্যে নিয়ে যাওয়া হবে নয়াদিল্লি, ১১ জুন-আজ লােকসভায় শ্রম ও পুনর্বাসন দফতরের উপমন্ত্রী শ্রীবালগােবিন্দ বরমা ঘােষণা করেন যে, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আগত শরণার্থীদের মধ্যে প্রায় পঁচিশ লক্ষ লােককে কয়েকটি প্রতিবেশী রাজ্যে নিয়ে যাওয়া হবে। ওই রাজ্যগুলি হল-বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। কাকেও জোর করা হবে না, বুঝিয়ে পাঠানাের চেষ্টা করা হবে। একই গ্রাম থেকে আগত ব্যক্তিদের একই জায়গায় পাঠানাের এবং রাখবার ব্যবস্থা হবে।
কিন্তু ওড়িশা কি শরণার্থীদের জায়গা দেবে? একই দিনে ভুবনেশ্বর থেকে পি টি আই-এর খবর : মুখ্যমন্ত্রী শ্রীবিশ্বনাথ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক ওড়িশার যুক্তফ্রন্ট মন্ত্রীসভা ঠিক করেছেন যে, বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের… (হয়ত স্থান না দেওয়ার কথা আলােচনা হয়েছে।
১২ জুন ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা