হাজারে হাজারে উদ্বাস্তু পশ্চিমবঙ্গে আসছে
কৃষ্ণনগর, ২৬ এপ্রিল-যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ থেকে নদীয়া জেলায় ক্রমাগত দলে দলে উদ্বাস্তু আসতে থাকায় বিষয়টি জেলা কর্তৃপক্ষের নিকট এক গুরুতর সমস্যার সৃষ্টি করেছে। ৭ এপ্রিল থেকে এক লক্ষ বিশ হাজারেরও বেশী বাস্তুত্যাগী নদীয়া জেলায় এসেছে। সরকারী সূত্রে এই সংবাদ জানা যায়।
গতকাল ছয় শতেরও বেশী নারী ও শিশুসহ ১২৬টি গরুর গাড়ি জীবন নগর থেকে টাঙ্গি সীমান্তের ভিতর দিয়ে নদীয়ায় প্রবেশ করেছে। প্রায় ৮০০ জন পুরুষ তাদের পিছনে পিছনে হেঁটে এসেছে। বানপুরের একজন সরকারী মুখপাত্র বলেন, সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে প্রায় ৫০০ উদ্ধাস্তু নদীয়ায় আসছে।
২৭ এপ্রিল ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা