You dont have javascript enabled! Please enable it! 1971.12.28 | ২৫ মার্চের পর খান-সেনারা ঢাকার রাস্তার যেসব নামকরণ করেছিল, ঢাকা পৌরসভা তা সব বাতিল করে দিয়েছে। - সংগ্রামের নোটবুক

স্টাফ রিপাের্টার ঢাকা ২৮ ডিসেম্বর

২৫ মার্চের পর খান-সেনারা ঢাকার রাস্তার যেসব নামকরণ করেছিল, ঢাকা পৌরসভা তা সব বাতিল করে দিয়েছে। পৌরসংস্থার এক আদেশে বলা হয়েছে ২৫ মারচের আগে যেসব শহীদ ও দেশ প্রেমিকের নামে রাস্তা ছিল এখন থেকে সেই নামই বহাল থাকবে।

পিপলস পারটির চেয়ারম্যান মওলানা নুরুজ্জামানকে গত রাতে বাংলাদেশ নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে।

শ্রীহট্ট স্বাভাবিক ঢাকা-সিলেট টেলিগ্রাম, টেলিফোন চালু হবার পর সিলেটের সঙ্গে প্রায় ৯ মাস পর ঢাকার যােগাযােগ পুনস্থাপিত হল। সিলেট জেলায় সব জায়গায় স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। মানুষ নিয়মের বেড়াজাল থেকে মুক্তি পেয়ে শান্তি ও স্বস্তির মধ্যে স্ত্রী, পুত্র পরিবার পরিজন নিয়ে বাস করতে শুরু করেছে। জানা যায়, সিলেটে ইতিমধ্যে হানাদার বাহিনীর বহু দালাল ধরা পড়েছে। মুক্তি ও মিত্র বাহিনীর সৈনিকেরা আইন শৃংখলা ফিরিয়ে এনেছে।

২৯ ডিসেম্বর ‘৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা