You dont have javascript enabled! Please enable it! 1971.09.20 | গেরিলা আক্রমণে বাংলাদেশে রণতরী জ্বলছে - সংগ্রামের নোটবুক

গেরিলা আক্রমণে বাংলাদেশে রণতরী জ্বলছে, টাগবােট বিধ্বস্ত আগরতলা, ১৯ সেপ্টেম্বরবাংলাদেশের মুক্তিফৌজ বাহিনীর অপ্রতিরােধ্য আক্রমণে পাক সেনা বেসামাল হয়ে পড়েছে। বাংলাদেশের প্রতি খন্ডেই গেরিলা আক্রমণ সমান তালে এগিয়ে চলেছে। পিরােজপুরে পাক রণতরীজ্বলছে, চট্টগ্রামে পাক টাগবােট বিধ্বস্ত, পাইলট বন্দী, বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত। দিশেহারা পাক জল্লাদেরা মেহেন্দীগঞ্জ অঞ্চলে নৌসেনা নামিয়েছে। তবুও পেরে উঠছে না। প্রচন্ড মার খাচ্ছে।

বিদেশী জাহাজী কোম্পানিগুলি রাগে ফুসছে। তাদের অভিযােগ, কোন কোনও দেশের ব্যাপারে পাক সরকার বেশ কিছুটা পক্ষপাতিত্ব দেখাচ্ছেন। বেশির ভাগ বিদেশী জাহাজী কোম্পানির প্রতি পাক সরকারের বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে আজ ওরা সােচ্চার। শুধু যে পাক সরকারের এক পেশী আচরণই এই ক্রোধের একমাত্র কারণ তা নয়; জাহাজে পেটরােল বােঝাই বা খালাস করার ব্যাপারেও তাদের প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। কারণ, জলপথে গেরিলাবাহিনী বেশ তৎপর। সুযােগ পেলেই আক্রমণ করছে।

| পাক পুলিশ বাহিনীর ভেঙ্গেপরা মনােবলকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে পাক সরকার হুমকি দিয়েছেন, যে সব পুলিশ গেরিলা আক্রমণ প্রতিরােধ করার ভয়ে কাপুরুষের মত পালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গেরিলা আক্রমণের ভয়ে ভীত সন্ত্রস্ত পাক সরকার এবার থেকে প্রত্যেকটি টেলিফোন একসচেঞ্জে এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পুলিশ প্রহরার ব্যবস্থা করছেন।

২০ সেপ্টেম্বর৭১

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা