পূর্ব বাংলার রাজ্যপাল পদে ডঃ মালিক শপথ নিলেন নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর–ডঃ এ এম মালিক আজ পূর্ব বাংলার রাজ্যপাল পদে শপথ নিলেন। প্রধান বিচারপতি শ্রী সিদ্দিক তাকে শপথ বাক্য পাঠ করান। পাক বেতারে ওই খবর প্রচার করা হয়।
ডঃ মালিক বলেন, অবিলম্বেই তিনি তার মন্ত্রী পরিষদের সদস্যদের এবং তাদের ভারপ্রাপ্ত দফতরের নাম ঘােষণা করবেন।
ইউ এন আই। ৩ সেপ্টেম্বর ‘৭১
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা