স্বাধীন বাঙলার জন্ম অবধারিত
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৩ জন অধ্যাপকের মন্তব্য
নয়াদিল্লী, ২১ সেপ্টেম্বর (ইউএনআই)- কালক্রমে স্বাধীন বাঙলার যে জন্ম হবে তা অবধারিত। তবে ঐ স্বাধীনতা আসার পূর্বে কত রক্ত যে ঝরবে সেটাই হল প্রশ্ন।
রাজনীতিক দিক দিয়ে এটা সুস্পষ্ট যে, স্বাধীনতা অর্জনে যত বিলম্ব হবে ততই স্বাধীনতা আন্দোলনের নিয়ন্ত্রণ ক্ষমতা নরমপন্থী আওয়ামী লীগের হাত থেকে বামঘেষা জাতীয় আওয়ামী পার্টির হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তিনজন অধ্যাপক বাঙলাদেশের বর্তমান পরিস্থিতির মূল্যায়ন করে উপরােক্ত মন্তব্য করেছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রকের প্রচার বিভাগ যে সমস্ত বিষয় সংগ্রহ ও একত্রিত করে “বাঙলাদেশ দলিল” রচনা করেছেন, সেই দলিলে উক্ত মার্কিন অধ্যাপকদের বক্তব্যও সংযােজিত করা হয়েছে এবং ভারতীয় কূটনীতিক মিশনের মাধ্যমে এখানেও বিদেশে উক্ত দলিল প্রকাশ করা হয়েছে।
যখন ইয়াহিয়া খাঁর সামরিক-বাহিনী বাঙলাদেশের জনগণের উপর ঝাপিয়ে পড়ে বর্বর আক্রমণ চালাচ্ছিল সেই সময় ১৯৭১ সালের ১ এপ্রিল উক্ত তিনজন মার্কিন অধ্যাপক লিখেছিলেন, যে দেশের ৯০ শতাংশ লােক গ্রামাঞ্চলে বসবাস করেন। সে দেশে বন্দুক উঁচিয়ে শহরের কেন্দ্রগুলি নিয়ন্ত্রণ করলেই তাকে সক্রিয় সরকারের গঠন বলে ধরা যায় না, জনপ্রিয় সরকার তাে দূরস্তান।
তাঁরা বলেছিলেন, বিদেশী অস্ত্রের সাহায্যে একটা দেশের সমগ্র জনতাকে বন্দী করে রাখা অসম্ভব। তারা তাঁদের বক্তব্য এই বলে শেষ করেছিলেন, মার্কিন অস্ত্রশস্ত্রের দ্বারা বাঙলাদেশের স্বাধীনতা অর্জন যে পরিমাণে বিলম্বিত হবে, সেই পরিমাণে ন্যায়সঙ্গত ভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি লােক চক্ষে ক্ষুন্ন হবে।
সূত্র: কালান্তর, ২২.৯.১৯৭১