জাতীয় সংহতি কমিটির উদ্যোগে বাঙলাদেশ কনভেনশন
(স্টাফ রিপাের্টার)
কলকাতা ৭ সেপ্টেম্বর জাতীয় সংহতি কমিটির সামনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে ফ্যাসিজম এবং সামরিক স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কমিটির উদ্যোগে সারা ভারতের ছাত্র ও শিক্ষকদের এক কনভেনশন হবে। কনভেনশনের আলােচ্য বিষয় হবে বাংলাদেশ। আজ এক সাংবাদিক সম্মেলনে কলকাতা বিশ্ববিদ্যালয় জাতীয় সংহতি কমিটির সম্পাদক অধ্যাপক শান্তিময় রায় কথা বলেন। কনভেনশনের উদ্দেশ্য বলতে গিয়ে তিনি বলেন যে, সীমান্তবর্তী এই রাজ্যের পাশে বাঙলাদেশে আজ যে অবস্থার সৃষ্টি হয়েছে এবং গণতন্ত্র রক্ষার জন্য সেখানকার নাগরিকরা যেভাবে লড়াই করছেন তা এই দেশের ছাত্র, শিক্ষক এবং শিক্ষাবিদদের সামনে তুলে ধরা প্রয়ােজন। এই মঞ্চের মাধ্যমে বিভিন্ন দলের মধ্যে সমন্বয় সাধন করার প্রচেষ্টাও সমিতির অন্যতম লক্ষ্য। কনভেশনে বাঙলাদেশ সম্পর্কে একটি বস্তুনিষ্ঠ সংবাদ হাজির করা হবে।
সূত্র: কালান্তর, ৯.৯.১৯৭১