You dont have javascript enabled! Please enable it! 1971.10.08 | জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা বার্ষিকীর উপর প্রস্তাব | কালান্তর - সংগ্রামের নোটবুক

জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা বার্ষিকীর উপর প্রস্তাব

জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দ্বাবিংশ প্রতিষ্ঠা বার্ষিকীকে অভিনন্দন জানিয়ে কংগ্রেস থেকে এক প্রস্তাব গৃহীত হয়। ৭ অক্টোবর এই প্রতিষ্ঠা দিবস। এই প্রস্তাবে ‘গণতান্ত্রিক জার্মানীকে’ উপনিবেশবাদ বিরােধী ও সাম্রাজ্যবাদ বিরােধী সংগ্রামের নিরবিচ্ছিন্ন সমর্থক ও একনিষ্ঠ বন্ধু হিসেবে আখ্যা দিয়ে বলা হয়েছে যে, বাঙলাদেশের সংগ্রামী জনগণের প্রতি গণতান্ত্রিক জার্মানীর রাজনৈতিক ও নৈতিক সমর্থনকে ভারতের সমগ্র গণতান্ত্রিক শক্তি সােৎসাহে অভিনন্দন জানায়। এই গুরুত্বপূর্ণ সমস্যার ব্যাপারে ভারতের ভূমিকাকে তারা যেভাবে সমর্থন জানিয়েছে এবং বাঙলাদেশ আগত শরণার্থীদের যেভাবে প্রচুর সাহায্য দিয়েছে তার জন্যও তাদের অভিনন্দন জানায়। প্রস্তাবে দাবি করা হয়েছে যে, ভারত সরকার অবিলম্বে জার্মান গণতান্ত্রিক, প্রজাতন্ত্রের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করুক। এই দাবি ভারতের জনগণের পক্ষ থেকে ব্যাপক সমর্থন পেয়ে আসছে, এই দাবি বার বার বিভিন্নভাবে উত্থাপিত হয়েছে। ভারত সরকার কর্তৃক এ ব্যাপারে অহেতুক বিলম্বের জন্য প্রস্তাবে নিন্দা করা হয়েছে। এইভাবে বন এবং অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির চাপে পড়ে এ দেশের মৌলিক পররাষ্ট্র নীতিকে লঙ্ন করছে বলেও নিন্দা করা হয়েছে। কমিউনিস্ট পার্টির এই কংগ্রেস সকল বাম ও গণতান্ত্রিক দল, শক্তি ও ব্যক্তিকে ভারত সরকারকে এই দাবি মেনে নেওয়ার জন্য দ্বিগুণ ভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবার আহ্বান জানিয়েছে।

সূত্র: কালান্তর, ৮.১০.১৯৭১