You dont have javascript enabled! Please enable it! 1972.01.22 | বাংলাদেশ সরকারকে চেক পরিবহন বিমান সরবরাহের প্রস্তাব - সংগ্রামের নোটবুক

1972.01.22 | বাংলাদেশ সরকারকে চেক পরিবহন বিমান সরবরাহের প্রস্তাব

দুই সদস্যবিশিষ্ট চেক বাণিজ্য প্রতিনিধি দল গতকাল শনিবার বাণিজ্যমন্ত্রী এম আর সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকারকে পরিবহন বিমান সরবরাহের প্রস্তাব দেন। বি,এস,এস-এর এক খবরে এ কথা বলা হয়। চেক বাণিজ্য প্রতিনিধি দল খুলনা ও চট্টগ্রামে ৬০ মেগাওয়াট শক্তি সম্পন্ন জেনারেটরসমূহ মেরামতের জন্য বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করে। প্রতিনিধি দলের সদস্য ড. ডি ডি ক্রুলিস ও ড. এমিল রুসেকি পণ্য বিনিময় চুক্তি ও পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা মন্ত্রী মহোদয়কে বলেন যে, চেকোশ্লোভাকিয়া বাংলাদেশ হতে অবিলম্বে ৩১ হাজার বেল পাট ক্রয় করতে প্রস্তুত। বাণিজ্যমন্ত্রীর উপদেষ্টা জনাব মোস্তফা আনোয়ার আলোচনাকালে উপস্থিত ছিলেন।১০১

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ২২ জানুয়ারি ১৯৭২
Unicoded by Tushar Mondal