1972.01.19 | স্বাধীনতা সংগ্রামের প্রেরণা নিয়ে দেশ গঠন করুন
দিনাজপুর। সাহায্য ও পূর্নবাসন দসতরের মন্ত্রী জনাব এ, এইচ, এম, কামরুজ্জামান বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি সসমৃদ্ধিশালী সুমহান দেশ হিসাবে গড়ে তোলার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান। সরকারি হ্যান্ডআউটে প্রকাশিত এক খবরে বলা হয় যে, সোমবার বড় ময়দানে আয়োজিত এক জনসভায় বক্তৃতার সঙ্গে মন্ত্রীমহোদয় আশা প্রকাশ করেন যে, দেশের মুক্তি সংগ্রামে জনগণ যে নিষ্ঠা ও শক্তিশালী পরিচয় দিয়েছেন, উক্ত একই কর্মনিষ্ঠা পরিচয় প্রদান করবেন তারা দেশ গঠন কাজে। তিনি বলেন যে, আমরা স্বাধীনতা অর্জন করেছি। তারপর আর শোষণ নয়। মানুষ মানুষে এবং ধনি-দরিদ্র আর ভেদাভেদ থাকবে না। আমরা জনগণের কাছে মন্ত্রী হিসাবে নয়, ‘হেনা ভাই’ অথবা ‘ইউসুফ ভাই ‘ হিসাবে পরিচিত হতে চাই। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে, শিক্ষা ও সংস্কৃতি দফতরের মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলীও উক্ত জনসভায় উপস্থিত ছিলেন। জনাব কামরুজ্জামান বলেন যে, ববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সমৃদ্ধশালী ও এখানকার জনসাধারণকে সুখী মানুষ হিসাবে দেখতে চান। তিনি বলেন যে, আমরা যদি বঙ্গবন্ধুর নির্দেশিত গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাস্তবায়িত করতে পারি, তাহলে দেশ সমৃদ্ধশালী ও সাধারণ মানুষের মধ্যে শান্তি সুপ্রতিষ্ঠিত হবে।
Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ১৯ জানুয়ারি ১৯৭২
Unicoded by Nayeem Uddin Akash