You dont have javascript enabled! Please enable it! 1972.01.19 | বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদকমন্ডলির বিবৃতি - সংগ্রামের নোটবুক

1972.01.19 | বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদকমন্ডলির বিবৃতি


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান গণবাহিনীর সদস্যদের জাতীয় মিলিশিয়াতে যোগদান করার জন্য এবং তাদের অস্ত্রশস্ত্র মহকুমা অফিসারের নিকট জমা দেবার জন্য এক নির্দেশ জারি করেছেন। আগামী ২৬ জানুয়ারি বুধবারে মধ্যে অস্ত্রশস্ত্র জমা দিতে হবে। সরকারের এই নির্দেশকে আমরা খুবই সঠিক ও সময়োপযোগী মনে করি। আমরা আশা করি বঙ্গবন্ধুর নির্দেশ মান্য করেন মুক্তিফৌজ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, ন্যাপ ও ছাত্র ইউনিয়ন। প্রভৃতি দলের মুক্তিযোদ্ধা ভাইরা মিলিশিয়াতে নাম লেখাবেন বরং সরবনাহকৃত ও দখলকৃত সর্বপ্রকার অস্ত্র জমা দিবেন। মুক্তিযুদ্ধে যোগদানকারী আমাদের যে সভ্য ও সমর্থকদের নিকট অস্ত্রশস্ত্র আছে তারা যেন সরকারি নির্দেশ অনুযাযী জাতীয় মিলিশিয়াতে নাম দেয় এবং তাদের অস্ত্রশস্ত্র যথাস্থানে জমা দেন, সেইজন্য তাদের নির্দেশ দেয়া যাচ্ছে। আমাদের দলে যে সমস্ত সভ্য ও দরদী অস্ত্রশস্ত্র শিক্ষা পেয়েছেন কিন্তু অস্ত্র পান নি তারা জাতীয় মিলিশিয়াতের নাম দিবেন। দেশকে মুক্ত করার কাজে দেশপ্রেমিক গণবাহিনী যে গৌরবময় ভূমিকা পারন করেছেন, দেশ পুনর্গঠনের কাঝে ও জাতীয় মিলিশিয়া হিসাবে তারা অনুরূপ ভুমিকা পালন করতে পারবেন। সরকারের নির্দেশৈও অনুরূপ আশ্বাস রয়েছে। আমরা আশা করি যে, ছাত্ররা তাদের অধ্যয়ন এবং শ্রমিক কৃষক কর্মচারীগণ তাদের বিভিন্ন পেশাতে ব্যাপৃত থেকেও যাতে জাতীয় মিলিশিয়া দেশ পুনর্গঠনমূলক কাজে অংশগ্রহণ করতে পারেন সেজন্য উপযুক্ত ব্যাবস্থা অবলম্বন করা হবে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কুমিল্লা জেলা শাখা উদ্বোধন: গত ১৮ জানুয়ারি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কুমিল্লা জেলা শাখা উদ্বোধন করা হয়েছে। পার্টির জেলা দপ্তর উপলক্ষে কুমির্লা টাউন হলে এক সমাবেম অনুষ্ঠিত হয়। সভায় সবাপতিত্ব করেন কুমিল্লা প্রধান কমিউনিস্ট কমরেড আব্দুস সামাদ। সমাবেশে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কিমিটর পক্ষ হতে বক্তৃতা করেন কমরেড মনি সিংহ এবং কমরেড মোহাম্মদ ফরহাদ।সভার প্রারম্ভে পার্টি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন কমরেড মনি সিংহ এবং পার্টি পতাকা উত্তোলন করেন কুমিল্লা জেলা পার্টির সম্পাদক কমরেড আব্দুল হাফিজ। পতাকা উত্তোলণের পরে শহীদ ভাইদের প্রতি সম্মান প্রদর্শন করে শহীদমিনারে পুষ্প অর্পণ করা হয়। সবশেষে একটি মিছিল কুমিল্লা শহর প্রদক্ষিণ করে।৭৩

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ১৯ জানুয়ারি ১৯৭২
Unicoded by Anik Debnath