1972.01.16 | সোনার বাংলায় হাসি ফোটাতে পারলেই শোকের অবসান ঘটবে- তাজউদ্দীন আহমদ
শহীদ আলাউদ্দীন পার্কে স্বাধীনতা সংগ্রামের অন্যতম শহীদ আলাউদ্দীন স্মরণে শোক সভায় বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেন যে, বাংলার দিকে দিকে আজ যে শোকের ছায়া, এই শোকের ছায়ার অবসান হবে সেইদিনই, যেদিন বাংলাদেশের জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও বাঁচার নিশ্চয়তা বিধান হবে এবং সোনার বাংলায় আবার হাসি ফুটে উঠবে। তাই, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের এই সোনার বাংলায় আবার হাসি ফুটিয়ে তোলার জন্য বাংলাদেশের জনগণকে স্বাধীনতা সংগ্রামের মতই এখনও সৈনিকের ন্যায় ঐক্যবদ্ধ সংগ্রাম করে যেতে হবে। তিনি বলেন যে, বাংলাদেশের স্বাধীনতা কোনো ব্যক্তি বিশেষের সুখের জন্য আসে নাই। বাংলাদেশের প্রত্যেকটি কৃষক, শ্রমিক, মজুর, তাঁতি, কামার, কুমার সমানভাবে এই স্বাধীনতার স্বাদ উপভোগ করবে। তিনি বলেন যে, আমাদের সর্বাগ্রে কোটি গৃহহারা ও ১ কোটি উদ্ধাস্তুকে পুনর্বাসিত করতে হবে। বাংলাদেশের পুনর্গঠন এবং সর্বহারা ও উদ্ধাস্তুদের পুনর্বাসনের জন্য প্রয়োজন দেশের জনগণের ঐক্য ও দেশে আইন শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখা। তাই স্বাধীনতা সংগ্রামীদের বর্তমানে দেশের জনগণের ঐক্য ও দেশে আইন শৃঙ্খলা রাখা। তাই স্বাধীনতা সংগ্রামীদের বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় সাহয্য ও সহযোগিতা করতে হবে। বাংলার প্রত্যেকটি মানুষকে জাতি গঠনের কাজে এগিয়ে আসতে হবে। এই শোকসভায় সভাপতিত্ব করেন গাজী গোলাম মোস্তফা এমপিএ। সভায় বক্তৃতা করেন জনাব মিজানুর রহমান চৌধুরী এমএনএ, সমাজসেবা সম্পাদক জনাব ওবায়দুর রহমান এম.এন.এ, জয় বাংলায় ইডিটর ইনচার্জ জনাব মোহম্মদ উল্লাহ চৌধুরী, মাহফুজুল হক, জনাব ইকবাল।৩৫
Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ১৬ জানুয়ারি ১৯৭২
Unicoded by Tushar Mondal