1972.01.14 | ‘মুজিববাদ’প্রতিষ্ঠা ছাড়া বাংলার কল্যান সম্ভব নয়
মোহাম্মদপুরে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত এক জনসভায় ছাত্রলীগের প্রমোদ সম্পাদক শেখ ফজলুল করিম সেলিম তেজোদীপ্তকন্ঠে বলেন যে,তৃতীয় মতবাদ”মুজিববাদ”প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলার সাড়ে সাতকোটি জণগনের সংগ্রাম অব্যাহত থাকবে এবং বাংলার মানুষ যে কোন মূল্যে “মুজিববাদ”প্রতিষ্ঠা করবেই।তিনি বলেন যে,বাংলার মানুষের অন্ন,বস্ত্র,বাসস্থান ও বাঁচার নিশ্চয়তাবিধান তথা “মুজিববাদ”প্রতিষ্ঠা ছাড়া বাংলার মানুষের কল্যান হতে পারে না।সভায় প্রধান বক্তা আব্দুল শহীদ খান সেন্টু বলেন যে,বাংলার লক্ষ লক্ষ লোক রক্তের মাধ্যমে বাংলাকে স্বাধীন ও বঙ্গবন্ধুকে মুক্ত করেছে এবং দরকার হলে বাংলার জনগন আরও বহু রক্তের বিনিময়ে হলেও এই মহামানবের মতবাদ”মুজিববাদ”কে প্রতিষ্ঠা করবে।সভায় সভাপতিত্ব করেন জনাব বরকত মাষ্টার,হাসেম খান ও আলী আহমদ বাদল বক্তৃতা করেন।
টঙ্গীঃবৃহস্পতিবার টঙ্গী শিল্পাঞ্চলের কোহিনুর ব্যাটারী ম্যানুফ্যাকচারিং ও ঢাকা ডাইং এর দুটি পৃথক শ্রমিক সভায় বক্তৃতা প্রসঙ্গে ঢাকা সদর উত্তর মহকুমা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মোজাম্মেল হক শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর আদর্শ “মুজিববাদ” কায়েমের জন্য জাতীয় শ্রমিক লীগের পতাকা তলে সমাবেত হওয়ার আহব্বান জানান।তিনি অবিলম্বে টঙ্গী এলাকার সমস্ত কারখানা চালু করে শ্রমিক সমস্যার সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহব্বান জানান।সভায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন জনাব হাসান উদ্দিন সরকার।(১৮)
Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ১৪ জানুয়ারি ১৯৭২
Unicoded by Tushar Mondal