You dont have javascript enabled! Please enable it! 1972.01.12 | প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধুর প্রথম বাণী - সংগ্রামের নোটবুক

১২ জানুয়ারি ১৯৭২

প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধুর প্রথম বাণী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীরূপে শপথ গ্রহণের স্বল্পক্ষণ পরেই জাতির উদ্দেশ্যে উচ্চারিত তাঁর প্রথম বাণীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার চরণ আবৃত্তি করেন। গতকাল সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সঙ্গে এক ঘরােয়া বৈঠকে বাংলাদেশ বার্তা সংস্থার প্রতিনিধির এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কবিগুরুর কবিতার নিম্নোক্ত স্তবকটি বাংলাদেশের জনগণকে উপহার দেন। ‘স্যার, আজকের দিনে জাতিকে আপনি কী বাণী শুনাবেন?’ বিএসএস প্রতিনিধির এই প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু তার চোখে মুখে স্বভাবসুলভ উদার হাসি মেখে সঙ্গে সঙ্গে আবৃতি করতে শুরু করেন, ‘উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই; নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তাঁর ক্ষয় নাই।’ সাংবাদিকদের সাথে আলােচনাকালে বঙ্গবন্ধু আরাে বলেন, বাঙালি জাতি তার নৈতিক মূল্যবােধ ও গুণাবলি দ্বারা বিশ্ববাসীর কাছে স্বীয় মহানুভবতা প্রমাণ করবে। তিনি বলেন, যাবতীয় মূল্যবােধ ও আদর্শের ক্ষেত্রে একটি মহান জাতি হিসেবে গড়ে ওঠার জন্য আমাদের সকলকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের জানান যে, মন্ত্রী পরিষদের সদস্যদের দপ্তর শীঘ্রই ঘােষণা করা হবে।৭

Reference:
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২ অধ্যাপক আবু সাইয়িদ
ইত্তেফাক, ১৩ জানুয়ারি ১৯৭২