You dont have javascript enabled! Please enable it! 1972.04.02 | দেশের সব সম্পদ এখন জনগনের-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক
দেশের সব সম্পদ এখন জনগনের-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
পহেলা এপ্রিল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বাধিক পরিমাণ জমি চাষের অধীনে আনার জন্য সমবায় ভিত্তিতে কৃষিকাজ করা ও কৃষি উৎপাদন বাড়ানোর জন্য আজ কৃষকদের প্রতি আবেদন জানিয়েছেন। দুই দিনব্যাপী খুলনা সফরের পরে ঢাকা প্রত্যাবর্তনের পথে যশোর বিমানবন্দরে উপস্থিত সমবেত জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেন, সমস্ত সম্পদ এখন জনগণের। জাতীয়করণসহ বৈপ্লবিক পদক্ষেপের মাধ্যমে শোষণের মূল উৎপাটিত হয়েছে। কৃষকদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেন যে তারা যেন সমবায় ভিত্তিতে চাষাবাদ শুরু করে দেয়। তিনি বলেন পাকিস্তানি বর্বর কিছু রেখে যায়নি এবং কর ও খাজনা মওকুফ করার কারণে সরকারের আয় কমে গেছে। সুতরাং সরকারের মুখাপেক্ষী না হয়ে তারা যেন অবিলম্বে তাদের কাজ শুরু করে দেয়।
Reference:
বাংলার বাণী, ২ এপ্রিল ১৯৭২