You dont have javascript enabled! Please enable it! 1971.12.31 | সম্পাদকীয়: স্মরণীয় বৎসর | জাগরণ - সংগ্রামের নোটবুক

স্মরণীয় বৎসর

অন্যান্য বৎসরের ন্যায় ১৯৭১ ইং বৎসরটি ঘটনাবহুল। তন্মধ্যে একটি ঘটনা সমস্ত কিছুকে স্নান করিয়া দিয়া জ্বলজ্বল করিয়া জ্বলিতেছে। আর তাহা হইল বাংলাদেশ।
মূলত এই বৎসরটি প্রায় আগাগােড়া জুড়িয়াই রহিয়াছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিশ্ব ইতিহাসে অনন্য। এই ঘটনা তােলপাড় করিয়াছে বিশ্বের এক প্রান্ত হইতে অন্য প্রান্তকে। স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসে ইহা অভূতপূর্ব। বৎসরের প্রথমার্ধে বাংলাদেশে মুক্তি আন্দোলন। এই আন্দোলনকে দমন করার জন্য পাকিস্তানের পাশবিক শক্তি প্রয়ােগ, গণহত্যা, নারী নির্যাতন, কাতারে কাতারে বিপন্ন মানুষের ভারতে আশ্রয় গ্রহণ, মুক্তিযােদ্ধাদের রক্তদান, ভারত-পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশের মুক্তি। শুধু তাহাই নয়, এই বৎসর ভারতীয় সেনাবাহিনী রণনীতির ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি করিয়াছে। বাংলাদেশে প্রায় এক লক্ষ পাকিস্তানি সৈন্যের প্রচুর অস্ত্রশস্ত্রসহ ভারতীয় বাহিনীর নিকট আত্মসমর্পণ ভারতীয় বাহিনীর গৌরবকে এবং ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করিয়াছে। পশ্চিম রণাঙ্গণে ভারতের এক তরফা যুদ্ধ বিরতি আরও চমকপ্রদ! স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ এবং ভারত-পাকিস্তান যুদ্ধ বিশ্বের চেহারায় আমূল পরিবর্তন ঘটাইয়াছে। বাংলাদেশের মুক্তি সংগ্রাম এবং ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিকায় বহু রাষ্ট্রের সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক মুখােশ খসিয়া পড়িয়াছে। ১৯৭২ সালের পথযাত্রার পটভূমিকা রচিত হইয়াছে এই ১৯৭১ সনেই। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এই বৎসরের ঘটনা হইতে শিক্ষা লাভ করলে বিশ্বশান্তির পথ সুগম হইবে। আমরা শুধু ভারতবাসী ও বাংলাদেশবাসী নয়; নববর্ষে কামনা করিতেছি বিশ্বের সমগ্র নিপীড়িত মানুষের মুক্তি, শান্তি ও সমৃদ্ধি।

সূত্র: জাগরণ
৩১ ডিসেম্বর, ১৯৭১
১৫ পৌষ, ১৩৭৮