১৮ জানুয়ারী ১৯৭২ঃ বাংলাদেশের দু লাখ নারী নির্যাতিত
স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে অন্যতম শরীক বিশ্ব গির্জা পরিষদ (World Council of Churches) একজন বাংলাদেশ কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশ করেছে ১৯৭১ সালের ৯ মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বাংলাদেশের দু লাখ নারী নির্যাতিত হয়েছে। জেনেভায় বিশ্ব গির্জা পরিষদ এর এক সম্মেলনে বাংলাদেশ সফর করে যাওয়া এশিয় বিশেষজ্ঞ কেন্তাবারুমা ভাষণ দান কালে এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন বাংলাদেশ সরকার এরুপ নারীদের বীরাঙ্গনা হিসেবে মর্যাদা দিয়েছেন এদের যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন বলে ঘোষণা দিয়েছেন।