এরা কোন লজ্জায় গলাবাজি করছে?
স্বদেশরঞ্জন সিংহ
বাংলাদেশ সম্পর্কে কংগ্রেস দক্ষিণী কমিউনিস্ট, অজয়বাবু ও সংবাদপত্রের কান্না দেখে আমি কয়েকটি প্রশ্ন রাখছি। (এক) ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল হিসেবে যে কংগ্রেস ও মুসলিম লীগ ১৯৪৭ সালে দেশটাকে দুটুকরাে করেছে আজ পূর্ববাংলার জন্য সেই কংগ্রেস নেতৃত্ব কোন লজ্জায় গলাবাজি করছে? নিশ্চয়ই পুরনাে পাপ ঢাকার জন্য নয়? এই নির্লজ্জ খুনে কংগ্রেসের কালাে হাত দেশ-বিভাগজনিত পাপ ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপরাধে রক্তাক্ত। এরা কোন্ মুখে স্বাধীন বাংলার জন্য সভা শােভাযাত্রা ও মিছিল বের করে? এই ভণ্ডামীর মুখােশ কেউ কি খুলে ধরবেন না? চোরের মার এই চেঁচিয়ে কান্না আমাদের যে আর সহ্য হয় না! (দুই) ওই খুনে কংগ্রেসের বশংবদ ভৃত্য বেইমান দক্ষিণপন্থী কমিউনিস্টরা স্বাধীন বাংলার জন্য চেঁচাচ্ছে কেন? ওরা ইন্দিরার দালাল। ইন্দিরার হুকুমে পশ্চিম বাংলায় পুলিশ-মিলিটারির অবাধ অত্যাচারকে সমর্থন করে, মদদ দেয়। পূর্ববাংলায় মিলিটারির অত্যাচার চলছে বলে ওদের প্রতিবাদ করা কেন? কংগ্রেসের ভণ্ডামি যদি বা সহ্য হয় তাদের দালাল কমিউনিজমের নামাবলী পরা এই ভণ্ডামি যে আর সহ্য হয় না! এর বিরুদ্ধে আপনারা কি একটা কথাও বলবেন না? (তিন) অজয় মুখার্জী হালে মুখ্যমন্ত্রী হয়েছেন। সেদিন আকাশবাণীতে তার ঘেউ ঘেউ শুনলাম। এই লােকটি বলছে- শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত মানুষকে পেটানাের জন্য পশ্চিমবঙ্গে পুলিশ ও মিলিটারি থাকবে, ১৪৪ ধারাও ভােলা হবে না। কিন্তু মজা দেখুন ইনি স্বাধীন বাংলায় মিলিটারির অত্যাচার দেখে হাউমাউ করে কাঁদছেন! ওদের সাহায্য করার জন্য কী একটা তহবিলও খুলে ফেলেছেন! (চার) আনন্দবাজার, যুগান্তর, অমৃতবাজারের মতাে কমিউনিস্ট বিদ্বেষী বুর্জোয়া কাগজগুলাে স্বাধীন বাংলার নামে কেমন গদগদ, তা লক্ষ করেছেন? বাংলাদেশ করায়ত্ত হলে ওদের বিক্রি বাড়বে এই আশায়? না, অন্য কোনাে বিদেশি হাতের ইঙ্গিত আছে? এমন নির্ভেজাল জাতীয়তাবাদ, এমন গলেপড়া বাঙালি প্রেম আগে তাে কখনাে দেখি নি। একদিন এই কাগজগুলােই তাে উস্কে উস্কে হিন্দু-মুসলমান, বাঙালি-অবাঙালির দাঙ্গা লাগাত। সুযােগ পেলে এখনাে তা লাগিয়ে দিয়ে দিল্লীর স্বার্থ সিদ্ধি করবে। এদের এই চরিত্র তাে বরাবর দেখেছি। ভিয়েতনামের বুকে আমেরিকার বর্বর অত্যাচারের কথা এরা কি কোনােদিন ছেপেছে? ইন্দোনেশিয়ার বুকে লক্ষ লক্ষ কমিউনিস্ট হত্যার খবর? এখনাে ইন্দিরা সরকার দক্ষিণ ভিয়েতনামের বিপ্লবী সরকারকে স্বীকৃতি দেয় নি। এখনাে এই সরকার কিছু বিদেশি মুদ্রার লােভে ভিয়েতনামে মুক্তি সৈন্যকে খতম করার জন্য আমেরিকার হাতে নিয়মিত ট্রাক, অক্সিজেন গ্যাস প্রভৃতি পৌছে দিচ্ছে। এর বিরুদ্ধে এই পো-ধরা বড়লােকি কাগজগুলাে কোনােদিন কি একটাও প্রতিবাদ করেছে? আজ পশ্চিমবঙ্গে পুলিশ ও মিলিটারি দখলদার বাহিনীর মতাে অত্যাচার চালাচ্ছে। গ্রাম বাংলা থেকে হত্যা ও লুণ্ঠনের পাশাপাশি নারী ধর্ষণের সংবাদও আসছে। কই, যুগান্তরের মহাপ্রভুরা তাে এর প্রতিবাদ করছেন না!
সূত্র: দর্পণ
১৬.০৪.১৯৭১