You dont have javascript enabled! Please enable it! 1958.08.17 | আওয়ামী লীগ সাংস্কৃতিক শাখার উদ্যোগে বিতর্ক-সভা, জনাব আতাউর রহমান ও শেখ মুজিবের অংশগ্রহণ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
১৭ই আগস্ট ১৯৫৮
আওয়ামী লীগ সাংস্কৃতিক শাখার উদ্যোগে বিতর্ক-সভা
জনাব আতাউর রহমান ও শেখ মুজিবের অংশগ্রহণ

গতকল্য (শনিবার) আওয়ামী লীগ সদর দফতরে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। সাংস্কৃতিক চক্রের উদ্যোগে এক বিতর্ক সভা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয়বস্তু ছিল “জাতিসংঘ রাষ্ট্রসমূহের সমস্যা সমাধানে ব্যর্থ হইয়াছে; সুতরাং এখন আর ইহার কোনই প্রয়ােজন নাই।” জনাব আবদুল খালেক এম,পি সভায় সভাপতিত্ব করেন। বিতর্কের সূচনা করিয়া জনাব শেখ মুজিবুর রহমান তাহার বক্তৃতায় জাতিসংঘের সকল বিভাগে ব্যর্থতার দৃষ্টান্ত তুলিয়া ধরেন। তিনি স্বস্তি পরিষদে ভেটো প্রয়ােগ, নয়া চীনকে সদস্য না করা এবং ঠাণ্ডা লড়াইয়ের ফলে সারা বিশ্বের দুই ভাগে বিভক্ত হইয়া যাওয়ার কথা উল্লেখ করেন। জাতিসংঘের অস্তিত্ব বজায় থাকিলে আর একটি বিশ্বযুদ্ধ বাধিবে এবং পারমাণবিক দ্বন্দ্ব বৃদ্ধি পাইবে বলিয়া তিনি আশঙ্কা প্রকাশ করেন। প্রস্তাবের বিপক্ষে মত পােষণ প্রসঙ্গে জনাব আতাউর রহমান খান বলেন যে, জাতিসংঘ একটি আদর্শ প্রতিষ্ঠান। তিনি বলেন যে, যৌথ উদ্যোগ লইয়া রাষ্ট্রসমূহ যাহাতে নিজেদের বাধ্যবাধকতা ও দায়িত্ব সহকারে অগ্রসর হইতে পারে, এই প্রতিষ্ঠান সেদিকে দৃষ্টি রাখে। তিনি আরও বলেন, একমাত্র জাতিসংঘের জন্যই এখনও বিশ্বযুদ্ধ বাধিতে পারে নাই। প্রস্তাবের পক্ষে জনাব আবদুল হামিদ চৌধুরী ও জনাব তারিক আহমদ চৌধুরী এবং বিপক্ষে জনাব আবুল মুনসুর আহমদ, জনাব মােহাম্মদ উল্লাহ, জনাব আবদুল মান্নান শিকদার ও আরও অনেকে বক্তৃতা করেন। ভােটে দেওয়া হইলে প্রস্তাবটি গৃহীত হয়।