You dont have javascript enabled! Please enable it! 1958.08.01 | প্রতিবাদ দিবসের জনসভা অনুষ্ঠানে কর্তৃপক্ষের অস্বীকৃতি শেখ মুজিবের বিবৃতিতে তীব্র সমালচনা | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১লা আগস্ট ১৯৫৮
প্রতিবাদ দিবসের জনসভা অনুষ্ঠানে কর্তৃপক্ষের অস্বীকৃতি
শেখ মুজিবের বিবৃতিতে তীব্র সমালচনা

পুৰ্ব্ব পাকিস্তান নিবর্তনমূলক আটক অর্ডিন্যান্স জারীর প্রতিবাদে আগামীকল্য ১লা আগস্ট আওয়ামী লীগ কর্তৃক আহুত ‘প্রতিবাদ দিবস উপলক্ষে পল্টন ময়দানে জনসভা অনুষ্ঠানের জন্য সরকার অনুমতি দান না করায় পুৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান গতকল্য (বুধবার) তীব্র প্রতিবাদ জ্ঞাপন করিয়া এক বিবৃতি দান করেন। বিবৃতিটিতে তিনি বলেন, শহরে ১৪৪ ধারা জারী হওয়ায় জনসভা অনুষ্ঠানের জন্য সরকারের নিকট তিনি অনুমতি প্রার্থনা করিলে সরকার সম্পূর্ণ ওয়াকিফহাল থাকা সত্বেও প্রথমে সভার উদ্দেশ্য উদ্ধৃত না থাকার অজুহাতে উক্ত আবেদনপত্র নামঞ্জুর করিয়া দেন। পরে সভার উদ্দেশ্য উদ্ধৃত করিয়া পুনরায় আবেদন করা হইলে সরকার অত্যন্ত বাজে অজুহাত দেখাইয়া তাহা না-মঞ্জুর করেন। শেখ মুজিবুর রহমান আরও জানান, প্রদেশে ১৯৩ ধারা জারী হইলে আওয়ামী লীগ উহার বিরুদ্ধেও প্রতিবাদ জ্ঞাপনার্থে জনসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করিলে সরকার পুৰ্ব্বাহ্নে অনুমতি দান করা সত্বেও ৪৪ ধারা জারী করিয়া উক্ত জনসভা বন্ধ করিয়া দেন। তিনি বলেন, আওয়ামী লীগের আন্দোলন বানচালের জন্য কোন অদৃশ্য হস্ত যবনিকার অন্তরালে তৎপর রহিয়াছে, তিনি জানেন না। তবে সরকারের অগণতান্ত্রিক ও জনবিরােধী কার্যাবলীর বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপনের জন্য আওয়ামী লীগকে জনসভা অনুষ্ঠানের অনুমতি দান না করা অব্যাহত থাকিলে আওয়ামী লীগ পরিস্থিতির মােকাবিলা করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হইবে।
বিবৃতিতে শেখ মুজিবর রহমান বলেন, এই পরিস্থিতিতে আমাদের কর্মপন্থা নির্ধারণকল্পে অদ্য (বৃহস্পতিবার) বিকাল ৫টায় কেন্দ্রীয় অফিসে আমি পুৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির এক জরুরী অধিবেশন আহ্বান করিতেছি।