You dont have javascript enabled! Please enable it! 1958.07.19 | শেখ মুজিবুরের করাচী উপস্থিতি আওয়ামী কোয়ালিশনের নেতৃত্বে মন্ত্রিসভা গঠনের দাবি | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
১৯শে জুলাই ১৯৫৮
শেখ মুজিবুরের করাচী উপস্থিতি
আওয়ামী কোয়ালিশনের নেতৃত্বে মন্ত্রিসভা গঠনের দাবি

করাচী, ১৮ই জুলাই-পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান নির্বাচনী সম্মেলনে যােগদানের উদ্দেশ্যে অদ্য এখানে আগমন করেন। তিনি জনাব আতাউর রহমান খানকে পুরাপুরি সমর্থন করিয়া বলেন যে, আওয়ামী লীগ কোয়ালিশন দলই পূর্ব পাকিস্তান পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল। তিনি বলেন যে, মন্ত্রিসভা গঠন করিতে বলা হইলে তাহারা যে কোন মুহূর্তেই এই দায়িত্ব পালন করিতে পারিবেন এবং ২৪ ঘণ্টার মধ্যে পরিষদের সম্মুখীন হইবেন। তিনি বলেন যে, কে-এস-পি কোয়ালিশন দল যদি পরিষদে তাহাদিগকে পরাজিত করিতে পারেন, তবে আওয়ামী লীগ কোয়ালিশন পার্টি মন্ত্রিসভা হইতে পদত্যাগ করিতে বিন্দুমাত্র বিলম্ব করিবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শেখ মুজিবুর বলেন যে, ন্যাপ সম্পাদক ও তাহার মধ্যে যে পারস্পরিক সমঝােতা প্রতিষ্ঠিত হইয়াছে, তাহা এখনও বলবৎ রহিয়াছে এবং ভবিষ্যতেও থাকিবে। তিনি বলেন যে, ন্যাপ পার্লামেন্টারী দলের প্রতি তাঁহাদের সমর্থন অটুট রাখার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন।-এ,পি,পি।