দৈনিক ইত্তেফাক
২০শে জুলাই ১৯৫৮
মুসলিম লীগের নির্বাচন ভীতি
শেখ মুজিবের কঠোর সমালােচনা
করাচী, ১৯শে জুলাই-বর্তমানে এখানে যে নির্বাচনী সম্মেলন অনুষ্ঠিত হইতেছে, তাহাতে যােগদান হইতে বিরত থাকায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান এম,পি মুসলিম লীগের কঠোর সমালােচনা করেন। আওয়ামী লীগ নেতা বলেন যে, বর্তমানে এখানে সাধারণ নির্বাচন সংক্রান্ত বিষয় লইয়া এমন একটি সম্মেলন অনুষ্ঠিত হইতেছে-যেখানে সকল রাজনৈতিক দলই অংশ গ্রহণ করিয়াছে। অথচ, মুসলিম লীগ উক্ত সম্মেলন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে-যাহা দেশে এক অদ্ভুত রাজনৈতিক পরিবেশ সৃষ্টির সহায়ক হইয়াছে। শেখ মুজিব বলেন যে, নির্বাচনের সম্মুখীন হওয়া মুসলিম লীগের কাম্য নয়, সুতরাং নির্বাচন যাহাতে বিলম্বিত হয়, মুসলিম লীগ তাহারই পন্থা খুঁজিতেছে এবং সেজন্যই নির্বাচনী সম্মেলনেও মুসলিম লীগ যােগদান করে নাই।
জনাব মুজিবুর রহমান মুসলিম লীগ প্রধান খান আবদুল কাইউম খানের তীব্র সমালােচনা করিয়া বলেন যে, কাইউম খান কর্তৃক গৃহীত নির্বাচনী সম্মেলনে যােগদান না করার সিদ্ধান্তের ফলে স্পষ্টতঃই প্রতীয়মান হয় যে, সম্মেলনে যােগদানকারী দলসমূহকে তিনি বর্জন করিতে পারেন নাই, বরঞ্চ রাজনৈতিক দলসমূহই মুসলিম লীগকে বর্জন করিয়াছে।-এপিপি