You dont have javascript enabled! Please enable it! 1971.01.01 | শেষ শরনার্থী পরিবার দেশে ফিরিয়ে তারপর আমার পরিবার দেশে নেব - কামারুজ্জামান | যুগান্তর - সংগ্রামের নোটবুক

শেষ শরনার্থী পরিবার দেশে ফিরিয়ে তারপর আমার পরিবার দেশে নেব
– কামারুজ্জামান

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একা ঢাকা গিয়েছেন। বাংলাদেশের স্বরাষ্ট্র ও পুনর্বাসন মন্ত্রী কামরুজ্জামান ঢাকা যাবার আগে এখানে তাঁর এক বন্ধুর কাছে বলে দিয়েছেন যে, যতক্ষণ পর্যন্ত ভারত থেকে শেষ শরণার্থী পরিবার বাংলাদেশের না ফিরবে তখন তার নিজস্ব পরিবার থাকবে। তাঁর পরিবার সবার শেষে ঢাকায় ফিরবেন। এই বন্ধুটি হচ্ছেন আশুতোষ ঘোষ। কামরুজ্জামান তার স্ত্রী এবং ছেলেকে কলকাতা রেখে গিয়েছেন। যুগান্তরকে আশুতোষ ঘোষ বলেন, পরিবারের লোকজন ঢাকায় ফিরতে বিশেষ আগ্রহী। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাদের এখানে রেখে চলে গিয়েছেন।

Reference:
দৈনিক যুগান্তর, ১ জানুয়ারি ১৯৭২