দৈনিক ইত্তেফাক
১০ই জুলাই ১৯৫৮
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আওয়ামী লীগের যােগদানের গুজব অস্বীকার
করাচীতে সাংবাদিক সাক্ষাৎকারে শেখ মুজিবের দ্ব্যর্থহীন ঘােষণা
করাচী, ৯ই জুলাই-পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী এবং পার্লামেন্ট সদস্য শেখ মুজিবুর রহমান অদ্য এখানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আওয়ামী লীগের যােগদান সংক্রান্ত সমস্ত গুজবের সত্যতা অস্বীকার করেন। এই সমস্ত গুজব সম্পর্কে তাহার মতামত জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন যে, আওয়ামী লীগ কেন্দ্রীয় মন্ত্রিসভায় যােগদান না করার যে সিদ্ধান্ত ইতিপূর্বে গ্রহণ করিয়াছে উহা আর পুনর্বিবেচনা করা হইতেছে না বা উহা পুনর্বিবেচনা করার কোন কারণ আছে বলিয়াও আমি মনে করি না।
এখানে উল্লেখযােগ্য যে, আওয়ামী লীগ কেন্দ্রে রিপাবলিকান সরকারকে সমর্থন করিতেছে, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় যােগদান করে নাই। শেখ মুজিবুর রহমান অবশ্য বলেন যে, পূর্ব পাকিস্তানে সরকার মন্ত্রিসভার তিন দিনের আয়ু শেষ হইবার পর আওয়ামী লীগ পার্টির নেতা জনাব আতাউর রহমানকে। মন্ত্রিসভা গঠন করিতে আহ্বান না করায় আমরা কেন্দ্রীয় সরকারের কার্যের নিন্দা না করিয়া পারি না। শেখ মুজিবুর রহমান বলেন যে, জনাব খানের প্রতি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন থাকা সত্ত্বেও তাহাকে মন্ত্রিসভা গঠনে সুযােগ দেওয়া হয় নাই। জনাব মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে প্রেসিডেন্টের শাসন প্রবর্তনে দুঃখ প্রকাশ করেন।
অদ্য জনাব মুজিবুরের ঢাকা প্রত্যাবর্তন
শেখ মুজিবুর রহমান আগামীকাল রাত্রে ঢাকা ফিরিবেন।-এ,পি,পি