You dont have javascript enabled! Please enable it! 1958.07.11 | দাউদকটন মিলে শ্রমিকদের উপর লাঠি চার্জ-শেখ মুজিবর রহমান কর্তৃক তীব্র নিন্দা | দৈনিক মিল্লাত - সংগ্রামের নোটবুক

দৈনিক মিল্লাত
১১ই জুলাই ১৯৫৮
দাউদকটন মিলে শ্রমিকদের উপর লাঠি চার্জ
শেখ মুজিবর রহমান কর্তৃক তীব্র নিন্দা

করাচী, ১০ই জুলাই- পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান অদ্য এখানে এক বিবৃতি প্রসঙ্গে বলেন যে, আইন ও শৃংখলা রক্ষার অজুহাতে দাউদ কটন মিলের ধর্মঘটী শ্রমিকদের উপর পুলিশের লাঠী চার্জের সংবাদ শুনিয়া তিনি মর্মাহত হইয়াছেন। জনাব রহমান উক্ত ঘটনায় আহত ব্যক্তিগণের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করিয়াছেন।
বিবৃতিতে জনাব রহমান বলেন- দাউদ কটন মিলের ২ হাজার শ্রমিক তাহাদের আইন সংগত দাবী-দাওয়া আদায়ের জন্য শান্তিপূর্ণ ধর্মঘট পালন করিয়া যাইতেছিল। কিন্তু সরকার শিল্প আইন অনুযায়ী বিষয়টি তদন্তের জন্য ট্রাইব্যুনাল গঠনের প্রয়ােজনীয়তা উপলব্ধি করেন নাই। এমতাবস্থায় আমি কেন্দ্রীয় শ্রম সচিবের নিকট অবিলম্বে শিল্প আইন অনুযায়ী ধর্মঘটের কারণ অনুসন্ধান এবং কোন শ্রমিককে নির্যাতন করা হইবে না। এই মর্মে নিশ্চয়তাদানের জন্য একটি ট্রাইব্যুনাল নিয়ােগের আবেদন জানাইতেছি। তিনি আরও বলেন যে, সরকারকে অবশ্যই আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হইবে। এতদ্ব্যতীত বন্দী ইউনিয়ন নেতৃবৃন্দকে মুক্তিদানের জন্য তিনি আবেদন জানান। পরিশেষে জনাব রহমান সরকার কর্তৃক ১৪৪ ধারা জারী এবং … ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের গ্রেফতারীর তীব্র নিন্দা করেন।