দৈনিক মিল্লাত
২৫শে জুন ১৯৫৮
অদ্য শহর আওয়ামী লীগ কর্মী সভা
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব গােলাম মােস্তফা জানান যে, অদ্য (বুধবার) ৩০ নং জিন্না এভিন্যস্থিত আওয়ামী লীগ অফিসে শহর আওয়ামী লীগ কর্মীদের এক সভা অনুষ্ঠিত হইবে। যথাসময়ে সকল কর্মীকে সভায় উপস্থিত হইবার জন্য অনুরােধ করা হইয়াছে।
জনাব শেখ মুজিবর রহমান উক্ত সভায় বক্তৃতা দান করিবেন।