দৈনিক মিল্লাত
২৩ শে জুন ১৯৫৮
রাজশাহী আওয়ামী লীগ বাতিল করিয়া
এডহক কমিটি গঠিত
প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তৃক কর্মপন্থা গ্রহণ
(নিজস্ব বার্তা পরিবেশক )
প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান পদাধিকার বলে তাহার উপর প্রদত্ত ক্ষমতা অনুযায়ী রাজশাহী জেলা আওয়ামী লীগ কমিটি বাতিল করিয়া তৎস্থলে ৩৭ জন সভ্য-সম্বলিত একটি এডহক কমিটি গঠন করিয়াছেন। এতদসম্পর্কে এক বিবৃতিতে তিনি বলেন যে, রাজশাহী জেলা আওয়ামী লীগ সংগঠন কার্যে ব্যর্থ হওয়ায় সে স্থানের আওয়ামী লীগের সাধ্যে যে অচলাবস্থার সৃষ্টি হইয়াছে। তৎসম্পর্কে আমি প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি এবং অপরাপর বিশিষ্ট নেতা ও কর্মীবৃন্দের সহিত আলােচনা করিয়া প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে ১৮,৯,৫৭ তারিখের ওয়ার্কিং কমিটির সভায় প্রস্তাবের ৩৮ (গ) এবং ৩৭ (ক) ধারা অনুযায়ী ৬নং প্রস্তাব অনুসারে আমার উপর প্রদত্ত ক্ষমতানুযায়ী আমি বর্তমান রাজশাহী জেলা আওয়ামী লীগ কমিটি বাতিল করিয়া নিম্নলিখিত সদস্য সম্বলিত একটা এডহক কমিটি স্থাপন করিতেছি। রাজশাহীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠানের সুস্থ ও সাবলীল গতির উদ্দেশ্যেই ইহা করা হইল উল্লেখযােগ্য যে, জনাব মুজিবর রহমান এম,পি, এ কে এডহক কমিটির কনভেনর নিযুক্ত করা হইল। প্রাথমিক সভ্য সংগ্রহ হইতে যাবতীয় সাংগঠনিক কাজ হইতে শুরু করিয়া নির্বাচন অনুষ্ঠান পৰ্য্যন্ত যাবতীয় কাজ উক্ত এডহক কমিটির উপর ন্যস্ত করা হইল। ৩৭ (ক) ধারা অনুযায়ী ২২শে জুন, ১৯৫৮ তারিখ হইতে তিন মাসের জন্য উক্ত কমিটি গঠন করা হইল। এডহক কমিটির সদস্যদের নাম নিয়ে প্রদত্ত হইলঃ
(১) জনাব মুজিবর রহমান এম পি এ (কনভেনর); (২) জনাব মােসলেম আলী মােল্যা এম,পি, এ ও এন, পি, এ (নওগাঁও); (৩) জনাব সুরাত আলী এম, পি, এ. (ঐ) (৪) জনাব মােজাম্মেল হক (ঐ); (৫) জনাব ইমামুদ্দীন মােক্তার (ঐ) (৬) জনাব সমির উদ্দীন (ঐ); (৭) জনাব আফতাব চৌধুরী (ঐ); (৮) জনাব গােলাম মােহাম্মদ (ঐ); (৯) জনাব আবদুল কাসেম খন্দকার এম, পি, এ (নাটোর) (১০) জনাব কাথুদ্দীন এম, পি, এ (ঐ) (১১) জনাব আবদুল জব্বার (ঐ) (১২) জনাব ফজলুর রহমান (ঐ) (১৩) জনাব রইস উদ্দীন আহমদ (নওয়াবগঞ্জ) (১৪) জনাব আরসাদ আলী (ঐ); (১৫) জনাব গােলাম খােরসেদ (ঐ) (১৬) জনাব এ এফ খান (ঐ) (১৭) জনাব ফজলুর রহমান (ঐ) (১৮) জনাব ওসমান আলী খান (ঐ) (১৯) জনাব ইলিয়াস মিয়া বি, এল (ঐ); (২০) জনাব এ, মুইজ (রাজশাহী টাউন); (২১) জনাব ফরহাদ (ঐ); (২২) জনাব আবদুর রহমান (ঐ); (২৩) জনাব ইমুর। (সদর); (২৪) জনাব জিয়ারত উল্লাহ (ঐ); (২৫) জনাব এ, কে, আজাদ (ঐ); (২৬) জনাব জুলফিকার খন্দকার (ঐ); (২৭) জনাব কিউ জামান বি, এল, (রাজশাহী টাউন); (২৮) জনাব এ, লতিফ (ঐ); (২৯) জনাব এ, লতিফ খান (ঐ); (৩০) ডাঃ মহিউদ্দীন(সদর) (৩১) জনাব রিয়াজুদ্দীন (রাজশাহী টাউন) (৩২) জনাব আবদুর রহমান বি,এল, নাটোর (সদর) (৩৩) জনাব এ, রাজ্জাক বি, এল, (সদর); (৩৪) জনাব আবু মােহাম্মদ খান (রাজশাহী টাউন); (৩৫) জনাব আবু তৈয়ব (ঐ); (৩৬) জনাব মােমতাজ মিয়া (সদর) এবং (৩৭) জনাব হাসান আলী, নাটোর।