দৈনিক ইত্তেফাক
১৬ই ফেব্রুয়ারি ১৯৫৮
আওয়ামী লীগ একাই সম্মিলিত বিরােধী শক্তির মােকাবিলা করিতে পারিবে
আগামী সাধারণ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে শেখ মুজিব
করাচী, ১৫ই ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান অদ্য এখানে সাংবাদিকদিগকে বলেন যে, আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ একাই সম্মিলিত বিরােধী শক্তির মােকাবিলা করিতে পারিবে। প্রাদেশিক আওয়ামী লীগ সেক্রেটারী বর্তমানে করাচীতে অবস্থান করিতেছেন। তিনি বলেন যে, বিরােধীদলগুলি সমস্ত উপনির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করিয়াও শােচনীয়ভাবে ব্যর্থ হইয়াছে। তিনি আরও বলেন যে, সাম্প্রতিক উপনির্বাচনের ফল পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ শাসনের সমালােচনাকারীদের চক্ষু খুলিয়া দিবে। আওয়ামী লীগের পশ্চাতে জনগণের সমর্থন ও আস্থা আছে, ইহা হইতে তাহারা বুঝিতে পারিবে।
শেখ মুজিবর রহমান বলেন যে, আগামী ৫ই মার্চ হইতে ৮ই মার্চ পর্যন্ত প্রাদেশিক আওয়ামী লীগ পর্যন্ত প্রাদেশিক আওয়ামী লীগ কাউন্সিলের যে বিশেষ অধিবেশন আহ্বান করা হইয়াছে, তাহাতে আগামী সাধারণ নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তাহারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হইবে। তিনি এই অধিবেশনে যােগদানের জন্য পশ্চিম পাকিস্তানের আওয়ামী লীগ নেতৃবৃন্দকে পূর্ব পাকিস্তানে আগমনের আহবান জানান। এই অধিবেশন উপলক্ষে প্রতিনিধি ও সাংবাদিকদের জন্য সুব্যবস্থা করা হইতেছে বলিয়া তিনি উল্লেখ করেন।