আজাদ
৩রা এপ্রিল ১৯৫৮
উত্তেজনাপূর্ণ পরিবেশে অদ্য পূৰ্ব্ব পাক আইন পরিষদের অধিবেশন পুনরারম্ভ
উভয় দলের শক্তি সংগ্রহে তােড়জোড় মন্ত্রিসভার প্রতি আস্থাভােট দাবীতে
সরকার পক্ষের প্রস্তাবের নােটিশ দান
আওয়ামী লীগে অন্তৰ্বিরােধের নয়া পৰ্য্যায়
আজাদের রাজনৈতিক সংবাদদাতা
আওয়ামী লীগ কোয়ালিশন মন্ত্রিসভা অদ্য (বৃহস্পতিবার) পূৰ্ব্ব পাকিস্তান পরিষদে আস্থা ভােট দাবী করিবে এবং শেখ মুজিবর রহমান গতকল্য (বুধবার) পরিষদের সেক্রেটারীর নিকট এই মর্মে একটি প্রস্তাব উত্থাপনের নােটিশ দিয়াছেন বলিয়া জানা গিয়াছে।
প্রসঙ্গক্রমে উল্লেখ করা যাইতে পারে যে, আওয়ামী লীগ কোয়ালিশন মন্ত্রিসভা ইতিপূৰ্ব্বে দুইবার স্বল্প ব্যবধানে পরাজয়ের হাত হইতে রক্ষা পাইয়াছে এবং এইবারই অপেক্ষাকৃত অল্প সংখ্যক সদস্য সরকারী দলের পক্ষে ভােট দিয়াছেন।
পূৰ্ব্ব পাকিস্তানের অদ্যকার (বৃহস্পতিবার) অধিবেশনের প্রস্তুতি হিসাবে গতকল্য (বুধবার) সমস্ত দিন গভীর রাত্রি পর্যন্ত রাজনৈতিক ব্যস্ততা বিদ্যমান ছিল …।