দৈনিক ইত্তেফাক
১৬ই নভেম্বর ১৯৫৭
খানপুর মহল্লা আওয়ামী লীগ কর্মী সম্মেলন
নারায়ণগঞ্জ, ১৪ই নভেম্বর- গত ১৩ই নভেম্বর নারায়ণগঞ্জ সিটির ২ নং ওয়ার্ডের অধীনস্থ খানপুর মহল্লা আওয়ামী লীগ কর্মীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতদুপলক্ষে মহল্লার সমস্ত রাস্তাগুলি রঙ্গিন পতাকা দ্বারা সুসজ্জিত করা হয় এবং জনাব শেখ মুজিবুর রহমানের নামানুযায়ী বিরাট একটি তােরণ প্রস্তুত করা হয়। সন্ধ্যা ৭ ঘটিকায় উক্ত সম্মেলনে অংশ গ্রহণ করিবার জন্য ঢাকা হইতে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা সচিব জনাব জহিরুদ্দিন, প্রাদেশিক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবদুল হামিদ চৌধুরী এমপি, এ এবং প্রাদেশিক আওয়ামী লীগের প্রচার সম্পাদক জনাব হাপেজ হাবিবুর রহমান এম,পি,এ তথায় আগমন করিলে এক বিরাট জনতা নানারূপ শ্লোগান ও তােপধ্বনি দ্বারা তাহাদিগকে সাদর সম্বর্ধনা জানায়। নেতৃবৃন্দকে মাল্য দানের পর সিটি আওয়ামী লীগ সভাপতি জনাব সামসুজ্জোহার সভাপতিত্বে সভার কাজ আরম্ভ হইলে নেতৃবৃন্দ আওয়ামী লীগের গৌরবময় ভূমিকা, মুসলিম লীগের দশ বৎসরের কলঙ্কময় ইতিহাস এবং যুক্ত নির্বাচনের প্রয়ােজনীয়তা সম্বন্ধে প্রায় ৪ ঘণ্টাকাল বক্তৃতা করেন। সভার পর মহল্লা আওয়ামী লীগের পক্ষ হইতে নেতৃবৃন্দকে এক ভােজসভায় আপ্যায়িত করা হয়।-সংবাদদাতা