আজাদ
১লা ডিসেম্বর ১৯৫৭
আদমজী জুটমিলের শ্রমিক-মালিক বিরােধের মীমাংসা
বৃহস্পতিবার উভয়পক্ষের প্রতিনিধিদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ
ঢাকা, ৩১শে জানুয়ারী।-প্রাদেশিক বাণিজ্য, শ্রম ও শিল্পমন্ত্রী জনাব শেখ মুজিবর রহমানের হস্তক্ষেপের ফলে আদমজী জুট মিলের শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে বিরােধের মীমাংসা হইয়াছে।
শ্রমিকদের ধর্মঘটের পর কর্তৃপক্ষ গতকল্য মিল বন্ধ করিয়া দেন। মহার্ঘ ভাতার হার সম্পর্কে ট্রাইব্যুনালের রায় মানিতে শ্রমিকরা অসম্মতি জানায়। শ্রমিক ও কর্তৃপক্ষের প্রতিনিধিগণ অদ্য শ্রমমন্ত্রীর অফিসে ৪ ঘন্টা ব্যাপী এক বৈঠকে মিলিত হওয়ার পর কর্তৃপক্ষ ১৩০ আনা হারে সাপ্তাহিক মহার্ঘভাতা প্রদান করিতে সম্মতি জানান। ট্রাইব্যুনাল যে পরিমাণ মহার্ঘভাতা প্রদানের নির্দেশ দিয়াছিলেন, ইহা তদপেক্ষা ১০ আনা অধিক।
অতঃপর মিলের কাৰ্য পুনরায় স্বাভাবিকভাবে চালু হইবে বলিয়া শেখ মুজিবর রহমান আশা প্রকাশ করেন। মিল এলাকায় যে ১৪৪ ধারা জারী করা হইয়াছিল, আগামীকল্য তাহা প্রত্যাহার করা হইবে। শ্রমিক ইউনিয়নের প্রেসিডেন্ট জনাব ফজলুল কাদের চৌধুরী আগামীকল্য শ্রমিকদের সভায় সকলকে কার্য্যে যােগদানের জন্য আবেদন জানাইবেন।- এপিপি