দৈনিক ইত্তেফাক
৯ই নভেম্বর ১৯৫৭
প্রতিবাদ দিবস
পল্টন ময়দানের জনসভা
ফুটবল খেলার দরুন স্থগিত
আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী জনাব শেখ মুজিবুর রহমান গতকল্য (শুক্রবার) অপরাহ্নে পল্টন ময়দানে প্রতিবাদ দিবস উপলক্ষে আয়ােজিত জনসভা জাতীয় সসার চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলার জন্য স্থগিত রাখেন বলিয়া আওয়ামী লীগের অর্গানাইজিং সেক্রেটারী আবদুল হামিদ চৌধুরী গতকল্য ঘােষণা করেন। সভার পরবর্তী তারিখ পরে ঘােষণা করা হইবে। জেনারেল সেক্রেটারী জানান যে, ঢাকা শহর ব্যাতীত প্রদেশের অন্য সব স্থানে শুক্রবার যথারীতি প্রতিবাদ দিবস উদযাপিত হবে। -এপিপি