আজাদ
১০ই নভেম্বর ১৯৫৭
পূর্ব পাকিস্তানে শিল্পোন্নয়ন
শেখ মুজিব কর্তৃক কেন্দ্রের মনােভাবের সমালােচনা
ঢাকা, ৯ই নবেম্বর। -পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী জনাব শেখ মুজিবর রহমান অদ্য এক বিবৃতি প্রসঙ্গে বলেন, ইহা অত্যন্ত মর্মান্তিক ব্যাপার যে, বর্তমান কেন্দ্রীয় সরকার অবশেষে আন্তর্জাতিক সহযােগিতা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত এক কোটি ডলার সাহায্য দ্বারা সিমেন্ট, লৌহ, পেট্রল, চিনি প্রভৃতি আমদানীর সিদ্ধান্ত করিয়াছেন। সর্বপ্রথমে এই অর্থ পূর্ব পাকিস্তানে নয়া শিল্প স্থাপনের জন্য যন্ত্রপাতি আমদানীর উদ্দেশ্যে বরাদ্দ করা হয়। মােছলেম লীগ,কৃষক-শ্রমিক পার্টি নেজামে এছলাম এবং রিপাবলিকান পার্টির অশুভ আতাতে বর্তমান কেন্দ্রীয় সরকার ক্ষমতা দখলের পরই এক এশতেহারে প্রকাশ করিয়া জানান যে, রাজনৈতিক দলের সহিত সম্পর্কের ভিত্তিতে এই লাইসেন্স প্রদান করা হইয়াছে বলিয়া তাহারা সন্দেহ করেন। সেইজন্য এ বিষয়ে তদন্ত করিবেন; কিন্তু এখন সকল রহস্য ফাঁস হইয়া গিয়াছে। আন্তর্জাতিক সহযােগিতা প্রতিষ্ঠানের জনৈক মুখপাত্র ওয়াশিংটনে দ্ব্যর্থহীন ভাষায় বলিয়াছেন যে, এই অভিযােগ প্রমাণিত হয় নাই। তথাপি তাহারা পূৰ্ব্ব পাকিস্তানে শিল্প প্রতিষ্ঠান গড়িয়া উঠিতে দিতে রাজি নহে। কারণ করাচীর কায়েমী স্বার্থবাদীর দল পূর্ব পাকিস্তানে তাহাদের বাজার নষ্ট হইয়া যাওয়ার আশংকায় ভীত হইয়া উঠিয়াছেন।
আমি পূর্ব পাকিস্তানের স্বার্থ আদায়ের জন্য প্রাদেশিক সরকারকে এ সম্পর্কে সংগ্রাম করার আহ্বান জানাইতেছি। আওয়ামী লীগ এ সম্পর্কে কঠোর ব্যবস্থা বলবতের জন্য নির্দেশ প্রদানের বিষয় বিবেচনা করিতেছে। -এপিপি।