You dont have javascript enabled! Please enable it! 1957.08.04 | শেখ মুজিবের প্রতিবাদ- বিভিন্ন দলের নেতৃবৃন্দের সহিত সাক্ষাৎকারের সংবাদ ভিত্তিহীন’ বলিয়া উল্লেখ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৪ঠা আগস্ট ১৯৫৭
শেখ মুজিবের প্রতিবাদ
বিভিন্ন দলের নেতৃবৃন্দের সহিত সাক্ষাৎকারের সংবাদ ভিত্তিহীন’ বলিয়া উল্লেখ

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান জনাব আবু হােসেন সরকার, মওলানা আতহার আলী ও মওলবী তমিজুদ্দিন খানের সমর্থন আদায়ের জন্য তাঁহাদের সহিত সাক্ষাৎ করিয়াছেন বলিয়া কোন কোন সংবাদপত্রে যে সংবাদ প্রকাশিত হইয়াছে, ভাগ্যকুল হইতে প্রেরিত এক তারবার্তায় জনাব রহমান উহাকে ‘ভিত্তিহীন’ বলিয়া উল্লেখ করিয়াছেন। তারবার্তায় শেখ মুজিবুর রহমান বলেন যে, আওয়ামী লীগের শক্তি সম্পর্কে জনসাধারণের মনে ভ্রান্ত ধারণা সৃষ্টি করার উদ্দেশ্যেই এই প্রচারণা চালান হইয়াছে। এবং উহাতে আদৌ সত্যতা নাই।

হামিদুল হকের প্রতিবাদ

পাকিস্তান কৃষক শ্রমিক পার্টির সভাপতি জনাব হামিদুল হক চৌধুরী গতকল্য (শনিবরি) সাংবাদিকদের বলেন যে, ন্যাশনাল আওয়ামী পার্টির নেতৃবৃন্দের সহিত তাহার আলােচনা হইয়াছে বলিয়া কোন কোন সংবাদপত্রে যে খবর প্রকাশিত হইয়াছে, তাহা আদৌ সত্য নহে।

তিনি জানান যে, অপর কোন দলের সহায়তায় কোন মন্ত্রিসভা গঠন বা কোন মন্ত্রিসভাকে ক্ষমতাচ্যুত করার ইচ্ছা কৃষক শ্রমিক পার্টির নাই।