সংবাদ
২১শে জুলাই ১৯৫৭
প্রাদেশিক সরকারের কার্যের প্রশংসা
তেজগাঁ-এ শেখ মুজিবুর রহমানের বক্তৃতা
এ, পি, পির সংবাদে প্রকাশ প্রাদেশিক শ্রম ও শিল্পমন্ত্রী জনাব শেখ মুজিবুর রহমান গতকল্য তেজগাঁও থানা আওয়ামী লীগের দফতর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা প্রসঙ্গে বলেন বর্তমান সরকার কর্তৃক গৃহীত শিল্প ও কৃষি উন্নয়নের ব্যাপক কর্মসূচি কার্যকরি করার উপরই পূর্ব পাকিস্তানের ভবিষ্যৎ উন্নতি নির্ভর করে। তিনি স্বাধীনতা লাভের পর বিগত দশ বৎসর পর্যন্ত প্রদেশের অনগ্রসরতার জন্য দুঃখ করিয়া বলেন পূর্ববর্তী সরকারের অবহেলার দরুনই দেশের অর্থনৈতিক সঙ্কটের সৃষ্টি হইয়াছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন ইহা অত্যন্ত দুঃখের ব্যাপার যে অশেষ শক্তি ও সনদ থাকা সত্ত্বেও প্রদেশের কোনও প্রকার অগ্রগতি সম্ভব হয় নাই। বর্তমান সরকার দেশের দৃঢ় অর্থনৈতিক ভিত্তি গড়িয়া তােলার উদ্দেশ্যে প্রদেশের সকল প্রকার শক্তি ও সম্পদকেই উন্নয়নের কাজে লাগাইবার জন্য বদ্ধপরিকর।
প্রদেশের শিল্প উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান বৎসরের মধ্যেই সরকার প্রদেশের প্রায় ৫০টি নতুন ক্ষুদ্র ও বৃহৎ শিল্প স্থাপন করিবেন। বর্তমান সরকারের বিভিন্ন। কাৰ্য্যাবলী বর্ণনা প্রসঙ্গে তিনি আরও বলেন, খাদ্য আমদানি, টেস্ট রিলিফ, অধিক খাদ্য উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, সার্টিফিকেট প্রথা রহিত করা এবং বনদী মুক্তি প্রভৃতি কার্য সরকার ইতিমধ্যে সম্পন্ন করিয়াছেন। নিম্ন বেতনভােগী কর্মচারীদের বেতন বৃদ্ধি ও সরকারি দফতরসমূহ হইতে দুর্নীতি দূর করিয়া প্রভৃতি কার্য সম্পাদন করিয়া বর্তমান সরকার ওয়াদা রক্ষার কাজে অগ্রসর হইয়াছেন বলিয়া তিনি জানান।