You dont have javascript enabled! Please enable it! 1957.03.04 | শেখ মুজিবরের বিরুদ্ধে প্রচারণা ভারতীয় পত্রিকার ভূমিকায় নিন্দা | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
৪ঠা মার্চ ১৯৫৭
শেখ মুজিবরের বিরুদ্ধে প্রচারণা
ভারতীয় পত্রিকার ভূমিকায় নিন্দা

এ, পি, পি’র এক খবরে প্রকাশ, ভারতে পাকিস্তান সরকার এবং পূর্ব পাকিস্তান সরকারের বিরুদ্ধে যে দুষ্ট প্রচারণা চালানাে হইতেছে, প্রাদেশিক শিল্পসচিব জনাব মুজিবর রহমান গতকল্য (রবিবার) তীব্রভাবে তাহার নিন্দা করেন।
দিল্লী হইতে প্রকাশিত ‘হিন্দুস্তান টাইমস” পত্রিকার পরিবেশিত একটি সংবাদের সমালােচনা প্রসঙ্গে প্রদত্ত একটি বিবৃতিতে শিল্পসচিব বলেন, পত্রিকাটিতে জনাব মওলানা ভাসানী, জনাব সােহরাওয়ার্দী, জনাব আতাউর রহমান এবং আমার নিজের বিরুদ্ধে যে হীনভাবে আক্রমণ করা হইয়াছে তাহা একান্তই নিন্দনীয়। ভারতের বিশেষ বিশেষ স্বার্থসংশ্লিষ্ট মানে বর্তমানে নিজেদের স্বার্থ উদ্ধারে তৎপর হইয়া উঠিয়াই আমাদের নেতাদের মধ্যে ভাঙ্গন ধরাইবার চেষ্টা করলেন।
জনাব মুজিবর রহমান বলেন আমার বিরুদ্ধে আরও রটানাে হইয়াছে যে কতিপয় ভদ্রলােক নাকি আমাকে একটি ছাপাখানা উপঢৌকন দিয়াছেন। কিন্তু প্রত্যুৎপন্ন মস্তিষ্ক হইতে উদ্ভাবিত এই সমস্ত গুজবের মূল্যে সত্য নাই। প্রাদেশিক মন্ত্রিসভা ও আমার মধ্যে বিরােধ সৃষ্টির অসৎ উদ্দেশ্য লইয়াই এই গুজব রটানাে হইয়াছে।