You dont have javascript enabled! Please enable it! 1957.01.15 | আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশন সম্পর্কে শেখ মুজিবুর রহমান | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
১৫ই জানুয়ারি ১৯৫৭
আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশন সম্পর্কে শেখ মুজিবুর রহমান

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী জনাব শেখ মুজিবুর রহমান প্রাদেশিক আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশন সম্পর্কে প্রদত্ত এক বিবৃতিতে বলেন। কতিপয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি কার্য সম্পাদনের জন্য আগামী ৭ই এবং ৮ই ফেব্রুয়ারি কাগমারীতে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কাউন্সিলের বিশেষ অধিবেশন। অনুষ্ঠিত হইতে যাইতেছে। প্রাদেশিক আওয়ামী লীগ প্রেসিডেন্ট মওলানা আবদুল হামিদ খান ভাসানী এই অধিবেশনে সভাপতিত্ব করিবেন। প্রধানমন্ত্রী জনাব এইচ, এস, সােহরাওয়ার্দী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন।
প্রাদেশিক আওয়ামী লীগ কাউন্সিলের সদস্যবর্গকে তাঁহাদের কোন প্রস্তাব পেশ করার থাকিলে ১৯৫৭ সালের ৩১শে জানুয়ারি কিংবা তৎপূর্বে জেনারেল সেক্রেটারীর নিকট উহা পেশ করিতে হইবে। ৩১শে জানুয়ারির পর কেন্দ্রীয় অফিস কাউন্সিল সদস্যদের কোন প্রস্তাব গ্রহণ করিবেন না। আওয়ামী লীগ যাহাতে কাগমারীতে কাউন্সিলারদের বাসস্থানের ব্যবস্থা করিতে পারেন সেজন্য বিভিন্ন জেলার আওয়ামী লীগ প্রেসিডেন্ট এবং সেক্রেটারীগণকে তাহাদের জেলা হইতে যেসব কাউন্সিল সদস্য আসন্ন কাগমারী সম্মেলনে যােগদান করিবেন, তাহাদের নাম কেন্দ্রীয় অফিসে জানাইতে অনুরােধ করা যাইতেছে। কাউন্সিলারগণকে তাহাদের স্ব স্ব বিছানাপত্র সঙ্গে লইয়া আসিতে হইবে।
অধিবেশনের কার্যসূচী
৭ই ফেব্রুয়ারিঃ
মওলানা ভাসানী কর্তৃক প্রেসিডেন্টের ভাষণদান
জেনারেল সেক্রেটারীর রিপাের্ট
প্রধানমন্ত্রী জনাব এইচ, এস, সােহরাওয়ার্দীর বক্তৃতা
মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খানের বক্তৃতা
জেলা আওয়ামী লীগ ইউনিট সেক্রেটারীদের রিপাের্ট পেশ
৮ই ফেব্রুয়ারিঃ
গত কাউন্সিল অধিবেশনের কার্যবিবরণী অনুমােদন
কর্মকর্তা উপনির্বাচন। (ক) তিনজন ভাইস প্রেসিডেন্ট। (খ) জেনারেল সেক্রেটারী প্রস্তাবাবলী।