দৈনিক ইত্তেফাক
১৪ই অক্টোবর ১৯৫৬
লংগরখানায় শেখ মুজিবর
চাউল বরাদ্দের পরিমাণ বৃদ্ধির আশ্বাস দান
স্টাফ রিপাের্টার
গতকল্য (শনিবার) মধ্যাহ্নে দুর্নীতি দমন বিভাগীয় মন্ত্রী জনাব শেখ মুজিবুর রহমান ঢাকা শহরের বিভিন্ন মহল্লার লংগরখানাগুলি পরিদর্শন করেন। জনাব রহমান। লংগরখানাগুলির পরিচালন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করেন এবং সরকারের পক্ষ হইতে প্রদত্ত চাউলের পরিমাণ বৃদ্ধির আশ্বাস প্রদান করেন। প্রসঙ্গক্রমে উল্লেখযােগ্য যে, লংগরখানাগুলির প্রত্যেকটিতে সরকার এখন প্রত্যহ দুই মণ করিয়া চাউল প্রদান করিতেছেন। অপরপক্ষে মহল্লাবাসিগণ নিজেরাই চাদা তুলিয়া ডাল, মসল্লা প্রভৃতি ক্রয় করিয়া নিজেদের তত্ত্বাবধানে লংগরখানাগুলি চালাইতেছেন। এক একটি লংগরখানায় প্রত্যহ পাচশত হইতে এক সহস্র দু:স্থ ব্যক্তিকে খাওয়ানাে হইতেছে। ইহাদের অধিকাংশই বুড়িগঙ্গা নদীর অপর পারের গ্রামাঞ্চলের অধিবাসী। গতকল্য জনাব শেখ মুজিবুর রহমান কাজী রিয়াজউদ্দীন রােড, বাবুবাজার, বংশাল রােড, নাজিরাবাজার, লুৎফর রহমান লেন, সূত্রাপুর ও ফকিরাপুলস্থ লংগরখানা পরিদর্শন করেন। মন্ত্রীমহােদয় লংগরখানায় কর্মরত স্বেচ্ছাসেবকদের সমাজ সেবার অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন মহল্লার কর্মীদের মধ্যে স্ব স্ব এলাকার লংগরখানা সুষ্ঠুভাবে পরিচালনার ব্যাপারে প্রতিযােগিতা আরম্ভ হইয়াছে। ফলে, লংগরখানাগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হইতেছে।
লংগরখানাগুলিতে দুঃস্থ লােকদের ভিড় ক্রমশঃ বৃদ্ধি পাইতেছে।