You dont have javascript enabled! Please enable it! 1956.10.23 | শেখ মুজিবরের বরিশাল সফর | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
২৩শে অক্টোবর ১৯৫৬
শেখ মুজিবরের বরিশাল সফর

পূর্ব পাকিস্তানের বাণিজ্য, শিল্প এবং দুর্নীতি দমন বিভাগের মন্ত্রী শেখ মুজিবুর রহমান আগামী ২৬ শে অক্টোবর বরিশাল সফরে যাইবেন। প্রসঙ্গক্রমে উল্লেখযােগ্য যে, মওলানা ভাসানীও একই দিন বরিশাল সফরে যাত্রা করিবেন।
নেতৃবৃন্দের সম্বর্ধনার জন্য বরিশালের জনসাধারণ বিপুল আয়ােজন করিতেছে বলিয়া জানা গিয়াছে। তাহাদের সম্বর্ধনার জন্য শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠিত হইয়াছে।