You dont have javascript enabled! Please enable it! 1956.09.19 | প্রাদেশিক মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
১৯শে সেপ্টেম্বর ১৯৫৬
প্রাদেশিক মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন

(স্টাফ রিপাের্টার)
প্রাদেশিক মন্ত্রিসভার সদস্যদের মধ্যে নিম্নলিখিতরূপ দফতর পুনর্বণ্টন করা হইয়াছেঃ
উজিরে আলা জনাব আতাউর রহমান খান- স্বরাষ্ট্র (জেল ব্যতীত), খাদ্য, প্লানিং, শিক্ষা, রিলিফ ও পুনর্বাসন, জুট।
জনাব কফিলউদ্দিন চৌধুরী- পূৰ্ত্ত, যােগযােগ, বন্যা নিয়ন্ত্রণ ও বন।
জনাব শেখ মুজিবর রহমান- শিল্প, বাণিজ্য ও শ্রম, কৃষি শিল্পোন্নয়ন, সমাজ কল্যাণ, পল্লী উন্নয়ন পরিকল্পনা ও দুর্নীতি দমন।
জনাব মাহমুদ আলী- রাজস্ব, জমিদারী দখল ও জেল।
জনাব মছিউর রহমান- প্রচার ও স্বায়ত্তশাসন বিভাগ।
জনাব খয়রাত হােসেন-কৃষি, পশুপালন ও পশু চিকিৎসা।
জনাব আবদুর রহমান খান- সমবায়, কৃষিঋণ ও কৃষি মার্কেটিং।
মি. মনােরঞ্জন ধর অর্থ ও সংখ্যালঘু বিষয়।
মি. ধীরেন্দ্র নাথ দত্ত- মেডিক্যাল ও জনস্বাস্থ্য।
মি. শরৎচন্দ্র মজুমদার- আবগারী ও লবণ।