‘শে-রে চাটগাম’ ফজলুল কাদের চৌধুরী বেহুঁশ
Reference: দৈনিক ইত্তেফাক, ১ জানুয়ারি ১৯৭০
১৯৬৯ সালের ২৮ শে ডিসেম্বর লাহোরে কনভেনশন লীগের সভায় সভাপতিত্ব করেন জনাব ফজলুল কাদের চৌধুরী বক্তব্য দেওয়ার সময় তার বক্তব্য ছিল টিপ্পনীমূলক। বক্তৃতার শুরুতেই শ্রোতাদের উদ্দেশ্যে বলেন তাহার উর্দু ভাষার উপর ততটা দখল নাই, অতএব ভাষাগত এবং পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এর বেলায় তার ভুল হওয়া স্বাভাবিক। চৌধুরী সাহেব আবেগপূর্ণ ভাষায় বক্তৃতা প্রদান করেন এবং বক্তৃতা শেষে তিনি বেহুঁশ হইয়া পরেন। উপস্থিত জনতা তার হুশ ফিরাইবার জন্য চেষ্টা করেন এবং প্রায় ৫ মিনিট পর তিনি হুশ ফিরিয়া পান। তাকে সুস্থ করিয়া তোলার জন্য যেইখানে খাবারের আয়োজন করা হইয়াছিল সেইখানে লইয়া যাওয়া হয়। উপস্থিত প্রায় ৮০০ মেহমানদের জন্য এই খাবারের আয়োজন সম্পন্ন করা হইয়াছিল।