দৈনিক আজাদ
৯ই জানুয়ারি ১৯৫৬
শাসনতন্ত্র বিলের সমালােচনা
শেখ মুজিবর রহমান কর্তৃক অগণতান্ত্রিক আখ্যা দান
করাচী, ৮ই জানুয়ারী।- অদ্য আওয়ামী লীগ পরিষদ দলের সেক্রেটারী জনাব মুজিবর রহমান শাসনতন্ত্র বিলটি (১৯৫৬) অগণতান্ত্রিক ও অবাস্তব বলিয়া বর্ণনা করেন। আগামীকল্য গণপরিষদে এই বিল পেশ করা হইবে।
তিনি বলেন যে, তাঁহাদের দল এ সম্পর্কে শীঘ্রই ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করিবেন। জনাব মুজিবর রহমান বলেন, গণতন্ত্রকামী ব্যক্তি মাত্রেই খসড়া বিল দেখিয়া মর্মাহত হইবেন। এই বিলে জনমতকে যেভাবে উপেক্ষা করা হইয়াছে, তাহা প্রকৃতই অভূতপূর্ব। কাজেই পাকিস্তানের বিশেষতঃ পূর্ব পাকিস্তানের জনসাধারণ কোনক্রমেই বিলটিকে গ্রহণ করিবে না। কারণ উহাতে ২১ দফার কোন দাবীই পূরণ করা হয় নাই। এই বিলে আঞ্চলিক স্বায়ত্তশাসন, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতিদান, যুক্ত নিৰ্বাচন ও সর্ববিষয়ে সমতা রক্ষার ব্যাপারে প্রদত্ত প্রতিশ্রুতিই বিশেষভাবে খেলাফ করা হইয়াছে। পাকিস্তানের বিশেষতঃ পূৰ্ব্ব পাকিস্তানের জনসাধারণ এই অগণতান্ত্রিক ও অবাস্তব বিলের রচনাকারী বিশেষত যুক্তফ্রন্টের তথাকথিত নির্লজ্জ ওয়াদা খেলাফকারীদের কখনই ক্ষমা করিবে না। আমরা শীঘ্রই এ সম্পর্কে আমাদের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করিব।- এ, পি, পি