আজাদ
১৭ই নভেম্বর ১৯৫৫
বর্তমান খাদ্য সংকট
শেখ মুজিবর কর্তৃক প্রতিবাদ দিবস আহ্বানের প্রস্তাব
পূর্ববঙ্গ সরকারের “অবিবেচনা প্রসূত” খাদ্য নীতির জন্য আজ প্রদেশে যে গুরুতর পরিস্থিতির উদ্ভব হইয়াছে, তৎসম্পর্কে শীঘ্রই সমগ্র প্রদেশে একদিন প্রতিবাদ দিবস পালনের আহ্বান জানান হইবে বলিয়া পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান এম, এল, এ, এম, সি এ প্রস্তাব করিয়াছেন। তিনি বলেন, সরকারের এই খাদ্য নীতির ফলে প্রদেশে আজ চাউলের দুর্ভিক্ষ অবস্থা শুরু হইয়াছে বলা চলে।
এই সম্পর্কে এক বিবৃতিতে তিনি বলেনঃ “বৰ্ত্তমান দেশ অতীব গুরুতর সংকটের ভিতর দিয়া চলিয়াছে। এতবড় সংকট অতীতে আর কখনও দেখা দেয় নাই। মনে হয়, পূর্ববঙ্গ সরকার তাহাদের খাদ্য নীতির ব্যাপারে অব্যবস্থার দ্বারা দেশকে এক অতীব গুরুতর সংকটের মুখে ঠেলিয়া দিয়াছেন। দেশবাসী ইতিমধ্যেই ১৯৪৩ সালের ঐতিহাসিক খাদ্য সংকটের পুনরাবৃত্তি হওয়ার বিষয় বলাবলি করিতেছে। এই বিপদ পরিহারের জন্য দেশবাসীকে সঙ্ঘবদ্ধভাবে আওয়াজ তুলিতে হইবে। “সরকার এই অবস্থার প্রতীকারের জন্য বাস্তব কিছু করিতেছেন, এরূপ কোন প্রমাণ পাওয়া যাইতেছে না। পক্ষান্তরে মনে হয়, তাহারা পুৰ্ব্ববঙ্গকে কালােবাজারীদের জন্য স্বর্গরাজ্যে পরিণত করার ব্যাপারে সক্রিয়ভাবে সাহায্য করিতেছেন। দেশবাসী তাঁহাদের উপর আর নির্ভর করিতে পারে না। দেশবাসীকে এই সম্পর্কে তৎপর হইতে হইবে। এই পরিস্থিতি সম্পর্কে প্রতিবাদ দিবস পালনের জন্যও আমি প্রস্তাব করিতেছি।”