আজাদ
৭ই জুলাই ১৯৫৫
২১ দফা কর্মসূচী ও শাসনতন্ত্র
লাহােরে শেখ মুজিবর কর্তৃক সম্পর্ক বিশ্লেষণ
লাহাের, ৫ই জুলাই।- পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সেক্রেটারী শেখ মুজিবর রহমান অদ্য এখানে বলেন যে, ২১ দফা কর্মসূচীর কয়েকটি দফা শাসনতন্ত্র রচনার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন যে, আওয়ামী লীগ শুধু সরকারী চাকুরী সহ সকল বিষয়ে সংখ্যাসাম্যের দাবী সমর্থন করে নাই, অধিকন্তু আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্যও দাবী জানাইয়াছে। তিনি বলেন যে, আঞ্চলিক স্বায়ত্তশাসন ২১ দফা কৰ্ম্মসূচীতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে স্থান পাইয়াছে।
শেখ মুজিবর রহমান বলেন যে, ২১ দফা কর্মসূচীতে ব্যক্তিস্বাধীনতা, কেন্দ্র ও প্রদেশসমূহের মধ্যে ক্ষমতা বণ্টন এবং রাষ্ট্রভাষা প্রভৃতি আরও কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে।
তিনি বলেন যে, আগামীকল্য সন্ধ্যায় মারীতে আওয়ামী লীগ পরিষদ দল এক বৈঠকে মিলিত হইয়া অন্যান্য বিষয়ের সহিত গণপরিষদের বাকী ৮টি আসন পূর্ণ করার পদ্ধতি এবং অবৈধ আইনগুলি পুনরায় বৈধকরণ সম্পর্কে বিবেচনা করিবে।