আজাদ
৮ই এপ্রিল ১৯৫৫
মুজিবর রহমানের অব্যাহতি লাভ
জেলগেট হাঙ্গামা মামলার রায়
স্টাফ রিপাের্টার
ঢাকায় প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব ফজলে রব্বি জেলগেট হাঙ্গামায় অভিযুক্ত জনাব শেখ মুজিবর রহমান, জনাব মােহাম্মদ ফিরােজ, জনাব সিরাজুদ্দিন ও জনাব মাহমুদ মিয়াকে বেকসুর খালাস দিয়াছেন। মামলার অভিযােগে বলা হইয়াছিল যে, ১৯৫৪ সালের ৬ই মে সেন্ট্রাল জেলের সম্মুখে এক হাঙ্গামার সময় শেখ মুজিবর রহমান জনতাকে জেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে উত্তেজিত করিয়া বক্তৃতাদান করিয়াছিলেন। ফলে জনতা জেলগেট ও জনৈক জেল কর্মচারীর বাসগৃহ আক্রমণ করে এবং ফিরােজ, সিরাজউদ্দিন ও মাহমুদ মিয়া ইহাতে নেতৃত্ব গ্রহণ করেন। ফরিয়াদিদের পক্ষে বলা হয় যে, পুলিশ ও জেল কর্তৃপক্ষের ষড়যন্ত্রের ফলেই শেখ মুজিবর রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে অভিযােগ দায়ের করা হইয়াছে। জনাব মুজিবর রহমান জনতাকে শান্ত করার জন্যই জেল গেটে যান। তথায় জনতার উপর জেল ওয়ার্ডারগণ গুলিবর্ষণ করায় একজন নিহত হয় এবং ৫০/৬০ জন ব্যক্তি আহত হয়। অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে জনাব আতাউর রহমান খান ও তাহার সহকারী হিসাবে জনাব জমিরউদ্দিন, জনাব জহিরউদ্দিন ও জনাব কমরউদ্দিন মামলা পরিচালনা করেন।