আজাদ
২৭শে মার্চ ১৯৫৫
আওয়ামী লীগ নেতাদের করাচী যাত্রা
স্টাফ রিপাের্টার
গতকল্য (শুক্রবার) পি,আই,এ বিমানযােগে আওয়ামী লীগ নেতা জনাব আতাউর রহমান খান, জনাব শেখ মুজিবুর রহমান, জনাব আবুল মনসুর আহমদ ও জনাব মােছলেম আলী মােল্লা করাচী যাত্রা করিয়াছেন। কয়েকদিন পূর্থে যুক্তফ্রন্ট পার্টির জবি ইউসুফ আলী চৌধুরী (মােহন মিয়া) করাচী গমন করিয়াছেন।