You dont have javascript enabled! Please enable it! 1955.03.27 | আজাদ, ২৭শে মার্চ ১৯৫৫, আওয়ামী লীগ নেতাদের করাচী যাত্রা - সংগ্রামের নোটবুক

আজাদ
২৭শে মার্চ ১৯৫৫
আওয়ামী লীগ নেতাদের করাচী যাত্রা

স্টাফ রিপাের্টার
গতকল্য (শুক্রবার) পি,আই,এ বিমানযােগে আওয়ামী লীগ নেতা জনাব আতাউর রহমান খান, জনাব শেখ মুজিবুর রহমান, জনাব আবুল মনসুর আহমদ ও জনাব মােছলেম আলী মােল্লা করাচী যাত্রা করিয়াছেন। কয়েকদিন পূর্থে যুক্তফ্রন্ট পার্টির জবি ইউসুফ আলী চৌধুরী (মােহন মিয়া) করাচী গমন করিয়াছেন।