দৈনিক পয়গাম
২৫শে ফেব্রুয়ারি ১৯৬৯
পিণ্ডি যাত্রার প্রাক্কালে শেখ মুজিব : সকল রাজনৈতিক দলকেই অবাধে কাজ করার সুযোগ দেওয়া উচিত
(ষ্টাফ রিপোর্টার)
আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান গতকল্য (সোমবার) পশ্চিম পাকিস্তান যাত্রার প্রাক্কালে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন দাবীর পুনরুক্তি করিয়াছেন। তিনি পশ্চিম পাকিস্তানের জন্যও অনুরূপ স্বায়ত্তশাসনের দাবী জানাইয়াছেন। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী গতকল্য পূর্বাহ্নে লাহোর যাত্রার প্রাক্কালে শেখ মুজিব বিমান বন্দরে সাংবাদিকদের সহিত আলোচনা প্রসংগে দেশে সকল রাজনৈতিক দলের অবাধে কাজ করিবার সুযোগ দান করা উচিত বলিয়া অভিমত প্রকাশ করেন।
কম্যুনিষ্ট পার্টিকেও অনুরূপ সুযোগ দেওয়া উচিত কিনা জনৈক সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে শেখ সাহেব বলেন, “কেন নয়?” শেখ মুজিবের সহিত ৮ জন আওয়ামী লীগ নেতাও লাহোর যাত্রা করেন। একই বিমানে পিপলস পার্টির চেয়ারম্যান জনাব জুলফিকার আলী ভুট্টোও ঢাকা ত্যাগ করেন।
তিনি বলেন যে, তাঁহার ৬-দফা দাবী পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণের সমর্থন লাভ করিয়াছে এবং ইহা ছাত্রদের ১১-দফার অন্তর্ভুক্ত হইয়াছে।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯