বঙ্গবন্ধুর সঙ্গে ভুট্টোর আলােচনা
রাওয়ালপিণ্ডি, ২৪ ডিসেম্বর— এক বিশ্বস্তসূত্রে খবর পাওয়া গেছে, গত ২৩ ডিসেম্বর পাকিস্তানের নয়া প্রেসিডেন্ট নবাবজাদা ভুট্টো ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মধ্যে আলাপ আলােচনা আরম্ভ হয়েছে। খুব অল্প সময় ধরে এই আলােচনা চলে। এই আলােচনাকে প্রথম পর্যায়ের আলােচনা বলে। অভিহিত করা হয়েছে। পার্ক কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে আগামী সপ্তাহে শেখ সাহেবের সাথে আরাে আলােচনা হবে। শেখ সাহেবকে লায়ালপুর জেল থেকে গত বুধবার পাক প্রেসিডেন্টের বাসভবনের কাছাকাছি। একটি বাসভবনে গৃহবন্দী করে রাখা হয়েছে। জেনেভা থেকে আগত আন্তর্জাতিক রেডক্রসের প্রতিনিধির সাথেও বঙ্গবন্ধুর দেখা হবার কথা আছে। ভুটো সাহেব নাকি বলেছেন শেখ মুজিবর রহমানের নিরাপত্তার জন্য পাহারাধীনে তাকে আটক রাখা হয়েছে।
বিপ্লবী বাংলাদেশ ! ১: ১৯ ২৬ ডিসেম্বর ১৯৭১।