আজাদ
৩০শে সেপ্টেম্বর ১৯৫৪
শেখ মুজিবরের মামলা
১৩ই অক্টোবর পর্যন্ত শুনানী মুলতবী
(স্টাফ রিপাের্টার)
গতকল্য (বুধবার) প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব ফজলে রবির এজলাসে ঢাকা সেন্ট্রাল জেলের সম্মুখে অনুষ্ঠিত হাঙ্গামা সম্পর্কে অভিযুক্ত জনাব শেখ মুজিবর রহমান, ফিরােজ, সিরাজউদ্দিন ও আবদুল হক ওরফে মােহাম্মদ মিঞাকে উপস্থিত করা হয় এবং তাহাপের মামলার একদফা শুনানী হয়। এই মামলার মােট ১১ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়; তন্মধ্যে ৭ ব্যক্তি ফেরার আছে। ফেরার ব্যক্তিদের মধ্যে গতকল্য সাইদুল হক এবং আরশাদ আলীর সম্পত্তি ক্রোকের পরোয়ানা জারী করা হয়। আগামী ১৩ই অক্টোবর পর্যন্ত মামলার শুনানী মুলতবী আছে।