You dont have javascript enabled! Please enable it! যুগান্তর, ৩ জুলাই ১৯৭১, ব্রিটিশ সংসদীয় দলের বিবৃতি প্রচার করা যাবে না : পাক জঙ্গী সরকারের ফরমান - সংগ্রামের নোটবুক

যুগান্তর
৩ জুলাই ১৯৭১
ব্রিটিশ সংসদীয় দলের বিবৃতি প্রচার করা যাবে না :
পাক জঙ্গী সরকারের ফরমান
বিশেষ সংবাদদাতা

নাদিল্লী, ৫ জুলাই- চারজনের যে ব্রিটিশ পারলামেন্টারি প্রতিনিধি দলটি বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের জন্য ভারত ও পাকিস্তান ঘুরে গিয়েছেন তাঁদের কোন সাক্ষাৎকার বা বিবৃতি প্রকাশ বা বেতার প্রচার পাকিস্তান সরকার সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন।

ঐ প্রতিনিধি দলের কার্যকলাপের ছবি তোলাও পাক সরকার নিষিদ্ধ করেছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে প্রতিনিধি দলের মূল্যায়ন ও তাঁদের বিবৃতিতে পাক বাহিনীর নৃশংসতার বিবরণ প্রকাশ পাওয়ায় জঙ্গী সরকার বিরক্তি বোধ করেছেন। পাক সরকার পাকিরতানীদের বাংলাদেশ সম্পর্কে যে মিথ্যা সংবাদ দিয়ে আসছিলেন, ব্রিটিশ প্রতিনিধি দলের বিবৃতি ও মন্তব্য থেকে তাঁদের সে ভুল ধারণা ভেঙ্গে যাক জঙ্গী মহল তা আদৌ চান না।

চারজনের ঐ প্রতিনিধি দলের রক্ষণশীল ও শ্রমিক উভয় দলেরই সদস্য ছিলেন ব্রিটিশ সরকার ঐ প্রতিনিধি দলকে পাঠিয়েছিলেন। প্রাক্তন কমনওয়েলথ রিলেসন্স মন্ত্রী শ্রী আরথার বটমালি ছিলেন ঐ প্রতিনিধি দলের নেতা।

আটক ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর

ইউ এন আই জানাচ্ছেন, যেসব পশ্চিম পাকিস্তানী পূর্ববঙ্গ থেকে চলে এসে ভারতে আশ্রয় গ্রহণ করেছেন পাকিস্তানের অনুরোধ ও মানবতার খাতিরে ভারত পাকিস্তানকে তাঁদের খবরাখবর জানাতে সম্মত আছে। তবে আন্তর্জাতিক আইনের বিধান ও আইন অনুযায়ী পাকিস্তানকেও তাদের জেলে আটক ২৫০ জনেরও বেশি ভারতীয়ের খবরাখবর জানাতে হব।

আজ সরকারী মহল থেকে ঐ তথ্য পাওয়া গিয়েছে।